Physics, asked by trishitchandra4, 8 months ago

(iii) 15 kg ভরের একটি বস্তুর বেগ 10 Cm/s। 5s পর এর বেগ 40 Cm/s করতে কত বল প্রয়োগ করতে হবে?​

Answers

Answered by Pugissemmi
0

Answer:. মোটরচালিত একটি বেল্ট 5m/s সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1kg/s হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে?কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3N ও 4N হলে বলের মান হল . একটি রকেট প্রতি সেকেন্ডে 10kg জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000m/s বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল -

Explanation: মোটরচালিত একটি বেল্ট 5m/s সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1kg/s হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে?কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3N ও 4N হলে বলের মান হল . একটি রকেট প্রতি সেকেন্ডে 10kg জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000m/s বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল -

নবম শ্রেণির ভৌতবিজ্ঞান দ্বিতীয় অধায় বল ও গতি - অনুশীলনী প্রশ্ন উত্তর - নিয়ে আজকের পর্বে আলোচনা করব।

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান বল ও গতি অনুশীলনী প্রশ্ন উত্তর

বিভাগ - "ক" বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) - মান 1

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ঃ জীবন ও তার বৈচিত্র্য - মক টেস্ট (পর্ব ১/৩) | Class IX life science chapter 1 practice test | online mock test

নবম শ্রেণী গণিত সাজেশন প্রথম সামেটিভ । 40 mark suggestion | Class 9 Mathematics

নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় - জীবন সংগঠনের স্তর এর প্রশ্ন উত্তর । class 9 Life science chapter 3 level of organising of life - question answer

1. এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যক্তির সরণ হল -

(A) 14m (B) 16m (C) 22m (D) 25m

উত্তরঃ (C) 22m

2. একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10m/s ও মন্দন 2m/s2। কণাটি কতক্ষণ পরে থামবে?

(A) 2s (B) 4s (C) 5s (D) 6s

উত্তরঃ (C) 5s

3.500g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2m/s2 ত্বরণ উৎপন্ন হবে?

(A) 1N (B) 1.5N (C) 2N (D) 4N

উত্তরঃ (A) 1N

4. মোটরচালিত একটি বেল্ট 5m/s সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1kg/s হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে?

(A) 2.5N (B) 5N (C) 7.5N (D) 10N

উত্তরঃ (B) 5N

5. কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3N ও 4N হলে বলের মান হল

(A) 7N (B) 6N (C) 8N (D) 5N

উত্তরঃ (D) 5N

6. একটি রকেট প্রতি সেকেন্ডে 10kg জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000m/s বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল -

(A) 10000N (B) 5000N (C) 50000N (D)100000N

উত্তরঃ (A) 10000N

7. 4kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 500m/s বেগে 6g ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ হবে -

(A) 50cm/s (B) 25cm / s (C) 20cm/s (D) 75cm/s

উত্তরঃ - (D) 75cm/s

৪. নীচের চিত্রে একটি কণার বেগ-সময় লেখচিত্র দেখানো হয়েছে। কণার গড় গতিবেগ হল -

একটি কণার বেগ-সময় লেখচিত্র

(A) 4m/s (B) 6m/s (C) 3m/s (D) 2m/s

উত্তরঃ - (D) 2m/s

9. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-

(A) রৈখিক ভরবেগ (B) বল (C) ভর (D) গতিশক্তি

উত্তরঃ - (A) রৈখিক ভরবেগ

10. কত বল প্রয়োগ করলে 10g ভরের কোনো বস্তুর ত্বরণ 6cm/s2 হবে?

(A) 50 dyn (B) 60 dyn (C) 70 dyn (D) 80 dyn

উত্তরঃ - (B) 60 dyn

11. 1 dyn বল 1 mg ভরের বস্তুর ওপর কাজ করলে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে?

(A) 5 m/s2 (B) 10m /s2 (C) 15m/s2 (D) 20m/s2

উত্তরঃ - (B) 10m /s2

12. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ

(A) বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

(B) বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

(C) বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

(D) কোনোটিই নয়

উত্তরঃ - (C) বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

13. কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির -

(A) সমবেগ থাকবে

(B) সমান ভরবেগ থাকবে

(C) সমত্বরণ থাকবে

(D) সমদ্ৰুতি থাকবে

উত্তরঃ - (C) সমত্বরণ থাকবে

14. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি

(A) ত্বরণসহ চলতে থাকবে

(B) সমবেগে চলতে থাকবে

(C) থেমে যাবে

(D) কোনোটিই নয়

উত্তরঃ - (A) সমবেগ থাকবে

15. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হল

(A) স্থিতিজাড্য

(B) গতিজাড্য

(C) ঘূর্ণন গতি

(D) আপেক্ষিক গতি

উত্তরঃ - (B) গতিজাড্য

আরও পড়ুনঃ নবম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় - জীবন সংগঠনের স্তর এর প্রশ্ন উত্তর

আরও পড়ুনঃ পৃষ্ঠটান কাকে বলে | পৃষ্ঠটানের একক মাত্রা উদাহরণ | পৃষ্ঠ শক্তি । নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর

বিভাগ "খ" অভিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।

6. বেগ-সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে?

উত্তরঃ - বেগ-সময় লেখচিত্রের নতি ত্বরণ নির্দেশ করে ।

7. বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায়?

উত্তরঃ - বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়।

৪. বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায় ?

উত্তরঃ -  বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পাওয়া যায়।

9. বলের CGS পদ্ধতি ও SI-তে পরম এককের সম্পর্ক কী?

উত্তরঃ - বলের CGS পদ্ধতিতে পরম একক ডাইন এবং   SI-তে নিউটন ।

1 নিউটন = 10^5 ডাইন।

10. বলের বিভাজন কাকে বলে?

উত্তরঃ - একটি বলকে দুটি অংশে বিভাজিত করার পদ্ধতিকেই  বলের বিভাজন বলে এবং ওই অংশ দুটিকে মূল বলের উপাংশ বলে।

Similar questions