History, asked by swarnendujana70, 1 month ago

iii) হিন্দু প্যাট্রিয়ট’ কেন বিখ্যাত

Answers

Answered by jayasreeghatak13
4

Answer:

Good morning..

Explanation:

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা : ঊনিশ শতকে বাংলা থেকে প্রকাশিত যে সমস্ত পত্রপত্রিকায় সমকালীন সমাজের প্রতিফলন ঘটেছিল সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা । সমকালীন বাংলার সমাজের বিভিন্ন ঘটনার চিত্র এই পত্রিকায় ফুটে উঠে । ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি থেকে কলকাতায় হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় 'হিন্দু প্যাট্রিয়ট' নামে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতে শুরু করে । প্রথমদিকে তিনি গিরিশচন্দ্র ঘোষের সাহায্যে এই পত্রিকায় লেখা থেকে শুরু করে প্রুফ দেখা এমনকি ছাপার কাজও করতেন । সম্পাদক হিসেবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নির্ভীক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের নিদর্শন রাখেন । এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল দেশের স্বার্থ জনগণের কাছে প্রচার করা এবং প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলির প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করা । সমাজব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরা ছাড়াও জাতীয়তাবাদী আদর্শ প্রচার করা ছিল এই সংবাদপত্রের মূল উদ্দেশ্য । ৭১ বছর চালু থাকার পর ১৯২৪ খ্রিস্টাব্দে এই পত্রিকার প্রকাশনা বন্ধ হয় ।

হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাঁর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় অত্যন্ত ক্ষুরধার ভাষায় লর্ড ডালহৌসির দেশশাসন নীতি ও হ্যালিডের প্রদেশশাসন নীতিকে তীব্র আক্রমণ করেন । এই পত্রিকায় তৎকালীন বাংলার প্রজারা ব্রিটিশ সরকার, পুলিশ, জমিদার ও মহাজনদের দ্বারা সর্বদা কীভাবে শোষিত ও অত্যাচারিত হত, সাঁওতাল পরগনার আদিবাসীরা কীরূপ অত্যাচারের শিকার হয়, সাঁওতাল বিদ্রোহের সময় সরকারি সেনা কীরূপ নৃশংসভাবে অগণিত সাঁওতালদের হত্যা করে তার বিবরণ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত । বিদেশি নীলকর সাহেবরা কীভাবে বাংলার সাধারণ চাষিদের নীলচাষে বাধ্য করত, তারা চাষীদের ওপর কীভাবে নির্মম অত্যাচার চালাত, নীলচাষ করে কৃষকরা কীভাবে দুর্দশার শিকার হত প্রভৃতি ঘটনা এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত । এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমনে এবং সাধারণ চাষীদের ওপর নীলকর সাহেবদের অন্যায় অত্যাচারের তীব্র সমালোচনা করে ।

ধীরে ধীরে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় এই পত্রিকাটির ব্রিটিশ-বিরোধী ভূমিকায় ইংরেজরা ভীত হয়ে পড়ে । হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন সমাজজীবনের ছবি ধরা পড়ে । হিন্দু সমাজের জাতিভেদ প্রথা, বর্ণপ্রথা-সহ নানা ধরনের কুপ্রথার বিরুদ্ধে এই পত্রিকা সরব হয় । তবে এই পত্রিকা সমাজের গরিষ্ঠ অংশ অর্থাৎ কৃষকশ্রেণি এবং তাদের মধ্যে বিশেষত নীলচাষিদের দুর্দশার কাহিনি প্রকাশে অধিক গুরুত্ব দেয় । শিশিরকুমার ঘোষ যশোরের নীলচাষীদের দুর্দশার বাস্তবচিত্র কিছু চিঠি মারফত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশ করেন । পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলবিদ্রোহে কৃষকদের গৌরবজনক ভূমিকা প্রসঙ্গে লেখেন যে—বাংলাদেশ তার কৃষককুল সম্পর্কে গর্ববোধ করতে পারে ।

Answered by payalchatterje
2

Answer:

হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিখ্যাত হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ আছে। যেমন মেয়েদের বাল্যবিবাহের বিরুদ্ধে সংবাদপত্রে প্রকাশ পুরুষদের বহুবিবাহের বিরুদ্ধে সংবাদপত্রে প্রকাশ। এছাড়া বিধবা বিবাহ সমর্থন এবং এই পত্রিকা নারী শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করে।

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি এই পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তোলেন। নীলকর সাহেবদের অন্যায় অত্যাচার চাষীদের উপর সুশাসন পত্রিকায় বিভিন্নভাবে প্রকাশিত করতে থাকে। নীলকর সাহেবদের অন্যায় অত্যাচারের সীমা এতটাই বেড়ে যায় যে, সমকালীন বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিত হতে থাকে।

এই পত্রিকায় সমসাময়িক বাংলার জনজীবনের সামাজিক কিছু কুসংস্কার সম্বন্ধে জানা যায়। সমকালীন বাংলা নারীদের বাল্যবিবাহ পুরুষদের বহুবিবাহ এবং পুরুষদের মদ্যপান প্রভৃতি বিভিন্ন কুসংস্কার সামাজিক জনজীবনকে নিম্নগামী করে তুলেছিল। তাছাড়া বিধবা বিবাহের সমর্থন ছিল না সমকালীন সমাজের এবং নারীদের শিক্ষার উপর বাধা দেওয়া হতো এই পত্রিকায় প্রকাশ পায়।

এটি একটি বাংলা প্রশ্ন l

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions