কী না করলে পড়াশোনা হয় না? in class two questions
Answers
Answer:
সবকিছুই একটি রুটিনমাফিক বা ডিসিপ্লিনভাবে হওয়া উচিত। তবে আমার মতে, পড়াশুনার ব্যাপারটি মানুষ দুরকম দৃষ্টিকোন থেকে দেখে থাকেন।
১। জানার জন্য পড়া। এবং
২। ক্যারিয়ারের অথবা চাকরির জন্য পড়া।
এক্ষেত্রে জরিপ করলে হয়ত দেখা যাবে, আমাদের সমাজে বেশিরভাগই ক্যারিয়ারের ভয়ে কিংবা ভালো একটি চাকুরির আশায় বাধ্য হয়ে পড়াশুনা করে। এখন আপনি যদি ঐ শ্রেণির লোক হোন, তাহলে আপনাকে একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী, একটি সুনির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থেকে পড়াশুনা করতে হবে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী পড়তে হবে, তা-না হলে হয়ত আপনার সিলেবাস উক্ত সময় অনুযায়ী শেষ করা যাবে না।
অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির লোকেরা সাধারনত কৌতুহলবসত পড়াশুনা করে থাকে। তাদের একমাত্র লক্ষ হয় জ্ঞানচর্চা। এক্ষত্রে তাদের নির্দিষ্ট কোন সময় ধরে পড়ার কোন প্রয়োজন হয় না। তারা যখনি পড়ে, কিছু না কিছু জানার উদ্দেশ্যেে পড়ে কিংবা বইকে তারা জ্ঞানপিপাসু দৃষ্টিতে দেখেন। এক্ষেত্রে তাদের জন্য কোন চাকুরি,ক্যারিয়ার, সিলেবাস কিংবা সময়-অসময় বলতে কিছু নেই। ধন্যবাদ।
মন না বসলে পড়াশোনা হয় না