English, asked by Tarungope, 1 year ago

letter of my motherland in Bengali

Answers

Answered by SahimSha
1
Hey mate, here is your answer :

মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান ব্যতীত কোনো জাতির আলোর পথে উদ্ভাসিত হবার কোনো পথ নেই, কেননা মাতৃভাষাই হলো গতি ও গতিধারা যেখানে সুদূরপ্রসারী শিক্ষার উন্নতি আছে, আছে মহত্বের মহান দিশা। বিশেষত নবজাগরণ তথা ঐতিহাসিক ধারাপ্রবাহের মধ্যদিয়ে আধুনিকতায় লালিত হয়ে কোনো ভাষা পরিমন্ডিত হ্য়, সে মাতৃভাষা। নিজের ঘরকে জেনে, তারপর অপরের ঘরকে জানতে হয়।
সেজন্য, কোনো ব্যক্তি মাতৃভাষায় সুদক্ষ না হলে অন্য ভাষায় সে জ্ঞানী হতে পারে না। শক্তির মূল সুর মাতৃভাষার মধ্যেই নিমজ্জিত আছে, যেখানে জ্ঞানালোকের অনন্ত সাগর আছে, আছে সুললিত সমৃদ্ধি।
শিক্ষাকে গনতন্ত্রীকরণ করতে হলে অনন্য উচ্চারণে মাতৃভাষাকে গ্রহন করতেই হবে, কেন-না মাতৃভাষাই হল সরল সত্যধারা। শিশু জন্মগ্রহনের পর থেকেই মায়ের কাছে লালিত পালিত হয়, সুতরাং মায়ের ভাষাই সে প্রথম শেখে, মায়ের মুখনিঃসৃত বানীতেই সে পুষ্ট হয়, হয় সমূহ সমৃদ্ধ।মাতৃভাষার মধ্যেই শিক্ষাবিস্তারের বিশ্বস্ততা ও নির্ভরতা লুকিয়ে আছে।সুতরাং মায়ের গুরুত্ব শিক্ষাপ্রসারে আপরিসীম। বলা চলে —
"A mother's love is indeed the golden link that binds youth to age; and he is still but a child, however time may have furrowed his cheek, or silvered his brow, who can yet recall, with a softened heart, the fond devotion or the gentle chidings of the best friend that God ever gives us."
………………….Christian Nestell Bovee.


Hope this answer helps you...
Similar questions