Math, asked by 8250936679, 10 months ago

কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে (a) গুরু অনুপাত (b) লঘু অনুপাত (c) সাম্যানুপাত

Answers

Answered by pulakmath007
1

সমাধান

জানতে হবে

কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে

(a) গুরু অনুপাত

(b) লঘু অনুপাত

(c) সাম্যানুপাত

ধারণা

অনুপাতের ধারণা

অনুপাত

যে সংখ্যা একই একক বিশিষ্ট দুটি সংখ্যার মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে ।

পূর্বপদ ও উত্তরপদ

a : b অনুপাতের ক্ষেত্রে a কে পূর্বপদ এবং b কে উত্তরপদ বলে

উত্তর

বলা আছে কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ

অর্থাৎ উত্তরপদ হলো পূর্বপদের থেকে বড়ো

তাহলে অনুপাতটি হবে লঘু অনুপাত

উদাহরণ স্বরূপ বলা যায় 5 : 6 একটি লঘু অনুপাত

সুতরাং কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে

(b) লঘু অনুপাত

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।

https://brainly.in/question/42462957

2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?

https://brainly.in/question/42839004

Similar questions