ট্রপোস্ফিয়ারের বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ গুলি উল্লেখ করো<br />
Answers
Answer:
(i) সুদীর্ঘ রাত্রি
(ii) মেঘ যুক্ত আকাশ
(iii) শুষ্ক বায়ু
(iv) শান্ত আবহাওয়া
Explanation:
ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের যতই জোরে ওঠা যায় ততই উষ্ণতা কমতে থাকে যা উষ্ণতার স্বাভাবিক কম হার নামে পরিচিত । কিন্তু মাঝে মাঝে বায়ুমন্ডলে এমন দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি ঘটে অর্থাৎ শীতল বায়ু নিচের স্তরে এবং উষ্ণতা বায়ুর উপরের স্তরে অবস্থান করেছেন । বায়ুমণ্ডলের এরূপ অবস্থাকে উষ্ণতার বৈপরীত্য উষ্ণতা বলে।
বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ গুলি হল :-
(i) সুদীর্ঘ রাত্রি :- দিন অপেক্ষা রাত বড় হলে ভূপৃষ্ঠ থেকে সঞ্চিত তাপ সম্পূর্ণ বিকিরিত হয়ে রাত্রি শেষ হতে সময় অবশিষ্ট থাকে তাকে বলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু অতিরিক্ত শীতল হয়ে যায় ।
(ii) মেঘ যুক্ত আকাশ :- মেঘমুক্ত আকাশ অথবা মেঘের অবস্থান অনেক উষ্ণতা থাকলেও ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ কোন বাধা না পেয়ে সরাসরি মহাশূন্যে চলে যায় ফলে উষ্ণতার অভাবে নিকটবর্তী অঞ্চলের বায়ু শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য ঘটায়।
(iii) শুষ্ক বায়ু :- সাধারণত শীতকালে বায়ু শুষ্ক থাকে এবং জলীয়বাষ্প কম থাকায় জন্য ভূপৃষ্ঠ বিচ্ছুরিত তাপ বায়ুমন্ডলে শোষণ করতে পারে না এবং ওই তাপ মহাশূন্যের সরাসরি চলে যায় । দীর্ঘ সময় ধরে ওই তাপ বিকিরণ করতে থাকলে নিচের স্তরের বায়ু শীতল হয়ে যায় ।
(iv) শান্ত আবহাওয়া :- আবহাওয়া শান্ত থাকলে উপরের এবং নিচের বায়ুস্তরের মিশ্রণ কম হয় বলে নিচের বায়ু শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে শীতল হয়ে উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে