M৪.৬ উদ্ভিদের তিনপ্রকার কৃত্রিম অঙ্গজ জননের পরিচয় দাও।
Answers
Answered by
1
Answer:
Mark my answer as brainiest pls
কৃত্রিম অঙ্গজ জনন দুই ধরনের—কলম ও শাখা কলম।
কলম
সুস্থ গাছের কচি ও সতেজ শাখার উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে সেখানে মাটি ও গোবর মিশিয়ে আবৃত করে রাখতে হবে। নিয়মিত পানি দিয়ে জায়গাটি ভিজিয়ে দিতে হবে। এভাবে কিছুদিন রেখে দিলে এ জায়গায় মূল গজাবে। এরপর মূলসহ শাখার এই অংশটি মাতৃ-উদ্ভিদ থেকে কেটে মাটিতে রোপণ করলে উদ্ভিদ হিসেবে বেড়ে উঠবে।
শাখা কলম
ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই উদ্ভিদ হিসেবে বেড়ে ওঠে।
যেমন—গোলাপের ডাল।
Similar questions