গণিত লির উত্তর লেখাে : ট উত্তধর্মী প্রশ্ন (MCQ) : একজন সবজি বিক্রেতা ২০ টাকাণ ১০ টি লেবু কিনে ২০ টাকায় ৮টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হ্যা (ii) :3 (b) 2) (c) 10 (d) 24
Answers
Answered by
2
Answer:
I am don't know
Step-by-step explanation:
I'm can't understand your language
sorry
Answered by
0
Given: একজন সবজি বিক্রেতা ২০ টাকাণ ১০ টি লেবু কিনে ২০ টাকায় ৮টি লেবু বিক্রি করেন।
To find: তার শতকরা লাভের হার নির্ণয় করতে হবে।
Solution:
কোনো বস্তুর বিক্রয়মূল্য ক্রয়মূল্য এর থেকে বেশি হলে লাভ হয় ও কম হলে ক্ষতি হয়।
দশটি লেবুর দাম কুড়ি টাকা।
তাই একটি লেবুর দাম ২ টাকা।
আবার ৮ টি লেবুর বিক্রয়মূল্য ২০ টাকা।
তাই একটি লেবুর বিক্রয়মূল্য ২০/৮=২.৫ টাকা।
এখন লাভ হলো-
বিক্রয়মূল্য-ক্রয়মুল্য/ক্রয়মুল্য×১০০
এখানে ক্রয়মূল্য হলো ২ টাকা এবং বিক্রয়মূল্য হলো ২.৫ টাকা ।
তাই লাভ হবে-
=(২.৫-২)/২×১০০
=০.৫/২×১০০
=২৫
অতএব, সবজি বিক্রেতার শতকরা লাভ হল ২৫%
Similar questions