World Languages, asked by InvincibleBoy, 1 year ago

❌No Spamming❌

তোমার জীবনের লক্ষ

☑️Paragraph Writing In Bengali ☑️

[Note: Who Don't Know Bengali Don't Give Answer,N o Need To Say That "I Don't Know Bengali,Give Chance Another to Answer]
【7 Points】

Answers

Answered by Anonymous
17
নমস্কার বাবুমশাই !! (^-^)

মনুষ্যর সদা থেকেই ইছে থাকে কি ওই অত্যাধিক উন্নতি করতে হয়ে জীবনে সফলতা প্রাপ্ত করুগ এবং সুখী জীবন ব্যতীত করুগ। এর জন্য শে কোনো না কোনো লক্ষ্য নির্ধারিত করে । এই লক্ষ্যের প্রাপ্তির জন্য শে শারীরিক এবং মানসিক সুখ উপভোগ করে। অধিকাংশ লগে ভৌতিক সুখ পাওয়ার জন্য লক্ষ্য নির্ধারিত করে, কিন্তু আমি মানসিক সুখের প্রাপ্তির জন্যে আমার জীবনের লক্ষ্য নির্ধারিত করেছি।

প্রত্যেক ব্যক্তির ভিতরে কিছু বিশেষটা থাকে, তার কারণে অন্যের থেকে আলাদা হয়। তাড়া নিজের রুচি অরুচি কে নজরে রেখে জীবনের লক্ষ্য নির্ধারিত করে। কেও ডাক্তার হতে চায় তো কেউ পাইলট , কেও সি.এ. হতে চায় তো কেউ সৈনিক। আমার রুচি এদের থেকে আলাদা। আমি বড় হয় এঞ্জিনীর হতে চাই।

আমি ভালো করে জানি কি এঞ্জিনীর সমাজে উচ পদ হয়, যাকে আদরের দৃষ্টি থেকে দেখা যায়। প্রথম শ্রেণীর এই পদ আর্থিক সতিথিও সুদৃঢ় করে। এঞ্জিনীর এক প্রশিক্ষিত ব্যক্তি হয়, যার জন্য চাকরি এবং স্বরজগারের মার্গ খোলা থাকে।

বাস্তবে এঞ্জিনীর বন্যার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে "গ্রামের বিকাশ"। আমি ইঞ্জিনের হয় অদ্যোগিক বিকাশে যোগদান দেয়ার বদলে কৃষি দেকিনি কে সহযোগে দেয়া পছন্দ করবে। আমি চাই কি কৃষকের কৃষি প্রণালী তাকে উন্নত বানানোর জন্য যন্ত্র আবিষ্কার করি। যেই গুলো পরম্পরা যন্ত্র আছে, ওতে সুধার আনি, যেতে কৃষকের মানবীয় শ্রম আশ্রিতা কম হয়। এর থেকে কৃষকের জীবন সুখময় হয় যাবে এবং উপজ এরও বৃদ্ধি হবে।

আমি বিশ্বাস করি যে আজ ভারতের কৃষক এবং গ্রামের দশা উন্নত হয় যায় তাহলে ভারত উন্নতির পথে আগে বারতে থাকবে। আমি গ্রামের বিকাশের জন্য যত সম্ভব তত চেষ্ঠা করতে চাইবো। আমার ধারণা এইটা কি ইঞ্জিনের হয় এই কার্য অনওয়াস করা যাবে। এর থেকে আমি মানসিক সুখ ভোগ করবো এবং গ্রামের বিকাশ হয় যাবে ।
____________________________________

ধন্যবাদ !!
আশা করি আপনাকে ভালো লাগবে ^-^

Anonymous: ok
Anonymous: xD @rose
Swarup1998: NO MORE UNNECESSARY COMMENTS PLEASE _^
Anonymous: sorry :( swarup dada and thanks a lot sougata dada..and awesome jaba di..
Similar questions