৫। চেঙ্গিস খাঁর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন - ০ ক) ইলতুৎমিস O খ) বলবন O গ) আলাউদ্দিন খলজি O ঘ) মুহাম্মদ বিন তুঘলক
Answers
Answered by
2
ক) ইলতুৎমিস
চেঙ্গিস খাঁর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলের ইলতুৎমিস।
আরও তথ্য :
- ইলতুৎমিস ছিলেন মমলুক বংশের তৃতীয় সুলতান। তিনি ১২১১ খ্রিস্টাব্দ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তাঁর সময়েই চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল।
- মমলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুব উদ্দিন আইবক। কিন্তু তিনি খুব অল্প সময়ই রাজত্ব করতে পেরেছিলেন। বাস্তবে মমলুকরা ছিল ঘোরি সুলতানদের দাস, যারা সুলতানের সেনাবাহিনীর অংশ ছিল।
- যাইহোক ইলতুৎমিসের সময়কালে চেঙ্গিস খাঁর আক্রমণ থেকে ভারতবর্ষ সুরক্ষিত ছিল। কিন্তু তাঁর মৃত্যুর পর মমলুক বংশের তেমন কোনো সুলতান অতোটা শক্তিশালী ছিল না।
Similar questions