Biology, asked by tsetandolma9111, 1 month ago

পরিবেশে O²_ CO² ভারসাম্য রক্ষার সালোকসংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো

Answers

Answered by jm03041983
4

Answer:

উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড,মাটি থেকে জল শোষণ করে এবং সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে । ফলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। খাদ্য তৈরি করার সময় গ্লুকোজ এর সঙ্গে অক্সিজেন তৈরি করে । সেই অক্সিজেন পাতার পত্ররন্ধের দিলে পরিবেশে নির্গত করে দেয় । ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে।

Similar questions