Oponibasik soktiguli keno keno chin o afrikake babochad korte chayachilo in bengali ans
Answers
Answer:
question ta bujhte parchina
Explanation:
ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শেষ পযর্ন্ত চিন ও আফ্রিকার ক্ষেত্রে ফলপ্রসূ হয়। যার ফলে চিন ও আফ্রিকার ব্যবচ্ছেদ ঘটে।
i) চিনের ভাগ বাঁটোয়ারা :
রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুশি চিনকে তরমুজের খন্ডের মতো করে ভেঙ্গে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করেনিয়েছিল।
ii) আফ্রিকার ভাগ-বাঁটোয়ারা :
উনিশ শতকে ইউরোপীয় দেশগুলি আফ্রিকা সম্পর্কে জানার পরই ওই মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এ ব্যাপারে বিশেষ ভূমিকা নেয় ফ্রান্স।
iii) ফ্রান্সের লাভ :
ফ্রান্স উত্তর আফ্রিকায় তাদের দখলদারি বজায় রাখে ১৮৮১ খ্রিষ্টাব্দে। ফ্রান্স আফ্রিকার রেলপথ নির্মাণের পরিকল্পনা নেয়। ফরাসি বিপ্লবের সময় থেকে মিশরের দখলদারি নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে দ্বন্ধ শুরু হয়।