আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : | ORS তৈরিতে কী কী উপাদান প্রয়ােজন? উনি , । । কী কী কারণে ভূমিক্ষয় হয়? ফ্রি মানবদেহের তিনটি বড়াে হাড়ের নাম লেখাে ও সেগুলি ঝােথায় পাওয়া যায় তা লেখাে। মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখাে। তোমার জানা তিনটি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও। 8.
Answers
Answer:
1)Ans.- জল, নুন, চিনি।
2) Ans.-
মৃত্তিকা ক্ষয় ভারতের একটি অন্যতম প্রধান সমস্যা । ভারতে ভুমি ক্ষয় সাধারণত দুই ধরনের হয়ে থাকে । যথা (ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় (খ) মানবিক কারণে ভূমিক্ষয় ।
(ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় :- (১) বায়ুপ্রবাহ, (২) ঝড়, (৩) বৃষ্টিপাত, (৪) নদী-প্রবাহ, (৫) বন্যা, (৬) নদী ও সমুদ্র স্রোতের পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের ফলে ভূমিক্ষয় হয় ।
(খ) মানবিক কারণে ভূমিক্ষয় :-
(১) নির্বিচারে গাছপালা কাটা:- নির্বিচারে গাছ কাটার ফলে মাটি আলগা হয়ে যায় এবং সহজেই মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়;
(২) অতিরিক্ত পশুচারণ:- কোনও স্থানে অতিরিক্ত পশুচারণের জন্য সেই স্থানের মাটি আলগা হয়ে যায় এবং সহজেই মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়;
(৩) অবৈজ্ঞানিক ঝুম চাষ:- অবৈজ্ঞানিক ঝুমচাষের ফলেও বনভূমি পরিষ্কার হয়ে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয় ।
4)Ans.-
(১) ফিমার
মানবদেহের সবচেয়ে বড় হাড়। ঊর্ধ্ব পা এর অস্থিকেই ফিমার বলা হয়। ফিমার আমাদের ঊরুর অস্থি।
(২) টিবিয়া
২য় বৃহত্তম হাড়ের নাম টিবিয়া। এটি আমাদের নিম্ন পা এর অস্থি। অবস্থান ফিমারের নিচে।
পায়ে শরীরের দিকে টিবিয়া অবস্থিত। দুই পায়ে দুইটি টিবিয়া থাকে। এর গড় দৈর্ঘ্য ১৬.৯ ইঞ্চি।
(৩) ফিবুলা
৩য় বৃহত্তম হাড়ের নাম ফিবুলা। এটিও আমাদের নিম্ন পা এর অস্থি। হিউমেরাসের নিচে টিবিয়ার পাশেই এর অবস্থান।
5)Ans.-
মাটির একটি উপকারী উপাদান হল নাইট্রোজেন, আর দুটি অপকারী উপাদান হল পলিথিন ও প্লাস্টিক।
6)Ans.-
মাছি, মশা, পিঁপড়ে, কেঁচো, ব্যাঙ।