output device কত প্রকার? কি কি?
Answers
Answer:
Output devices.
How many types? What?
There are four different categories of output device: visual, data, print, and sound. Each output device example has a specific history, so here I cover specifically how each device works, when it became a part of technology history, popular brands on the market selling the device, and a fun fact.
HOPE IT HELPS YOU!!!
PLEASE MARK ME AS BRAINLIEST!!!
Answer:
Output device কাকে বলে (What is output device) এই প্রশ্নের উত্তর অনেক সোজা।
তবে আউটপুট ডিভাইস কি, এই ব্যাপারে সম্পূর্ণ ভালো ভাবে জেনে নেয়ার জন্য, ইনপুট ডিভাইস এর ব্যাপারে আগে ভালো করে বুঝতে হবে।
আমি ওপরে ইনপুট ডিভাইস এর বিষয়ে আগেই বলেছি।
তাহলে,
Output device হলো কম্পিউটারের এমন কিছু hardware components, যেগুলি ব্যবহার করে কম্পিউটারে থাকা বিভিন্ন ডাটা (data) আউটপুট হিসেবে পাওয়া যেতে পারে।
মানে, ইনপুট ডিভাইস গুলি ব্যবহার করে কম্পিউটারকে কাজ করার জন্য নির্দেশ বা তথ্য দেয়া হয়, এবং সেই নির্দেশ বা তথ্য গুলি প্রসেস (process) করে, output device গুলির মাধ্যমে কম্পিউটার আমাদের সমাধান বা উত্তর output হিসেবে প্রদান করে।
উদাহরণ স্বরূপে,
Printer হলো একটি আউটপুট ডিভাইস।
যখন আমরা কম্পিউটাকে, যেকোনো ডাটা, ফাইল বা ছবি, প্রিন্ট (print) করার জন্য নির্দেশ দেই, তখন সমাধান হিসেবে কম্পিউটার সেই printer (output device) এর মাধ্যমে তার মধ্যে থাকা সেই ডাটা, ছবি বা ফাইল, আউটপুট হিসেবে আমাদের প্রিন্টআউট বের করে দেয়।
তাই, ইনপুট ডিভাইস রয়েছে কম্পিউটারকে নতুন কাজের জন্য নির্দেশ বা ইনপুট দেয়ার জন্য।
কিন্তু,
আউটপুট ডিভাইস হলো এমন কিছু হার্ডওয়্যার, যেগুলি ব্যবহার করে কম্পিউটার আমাদের ইনপুটের জবাব বা সমাধান আউটপুট হিসেবে দিয়ে দেয়।
Output শব্দটিতে দুটি শব্দের মিশ্রণ রয়েছে।
Out
Put
Out মানে হলো বাইরে এবং put মানে হলো রাখা।
সম্পূর্ণ শব্দটির অর্থ হলো “বাইরে রাখা“.
মানে, কম্পিউটারে প্রসেস হওয়া প্রত্যেকটি ডাটা, এই output device গুলির মাধ্যমে কম্পিউটার বাইরে বের করে বা রাখে।
কিছু আউটপুট ডিভাইস এর উদাহরণ,
Monitor, printer, projector, speaker এবং আরো রয়েছে।
এই সব ধরণের hardware components বা device ব্যবহার করে কম্পিউটার তার মধ্যে থাকা বিভিন্ন ডাটা সময়ে সময়ে বের