Physics, asked by kobita46, 6 months ago

বিষয়ঃ পদার্থ বিজ্ঞান
১. P ও Qদুটি বস্তুর আধান যথাক্রমে 20C ও –40C এবং এদের মধ্যবর্তী দুরুত্ব 10m
ক) তড়িৎ আবেশ কী?
খ) তড়িৎ বলের সাথে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার সম্পর্ক বর্ণনা কর।
গ) উদ্দীপকে P ও Q এর আকর্ষণ বল নির্ণয় কর।
ঘ) উদ্দীপকে P ধনাত্মক এবং Q ঋণাত্মক কীভাবে শনাক্ত করবে বিশ্লেষণ কর।​

Answers

Answered by cosmology1968
1

Answer:

কুলম্বের সূত্র তথা কুলম্বের বিপরীত বর্গীয় সূত্র হলো পদার্থবিজ্ঞানের এমন একটি সূত্র, যা দুটি আধানের (চার্জের) মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণের স্বরূপ ব্যাখ্যা করে। ১৭৮৫ খ্রিষ্টাব্দ ফরাসি পদার্থবিদ শার্ল-অগুস্তিন দু কুলম্ব সূত্রটি আবিষ্কার করেন এবং তিনি তড়িৎ চুম্বকত্বের যথেষ্ট উন্নতি সাধন করেন। এই সূত্র নিউটনের মহাকর্ষীয় সূত্র-এর সদৃশ। কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র পাওয়া যায় এবং বিপরীতক্রমে গাউসের সূত্র থেকেও কুলম্বের সূত্র পাওয়া যায়। এই সূত্রটি ব্যাপকভাবে পরীক্ষিত এবং প্রমাণিত।

Similar questions