Physics, asked by sukdebdaswbp, 7 months ago

ঝড়ের সময় কখনো কখনো টিনের চাল উড়ে যেতে দেখা যায় কেন? Please give me ans as a bengali student okkkk​

Answers

Answered by Anonymous
11

ঝড়ের সময় টিনের চাল উড়ে যেতে দেখা যায় কারণ -

  • ঝড়ের সময় টিনের চালের উপরে থাকা বায়ুর গতিবেগ, টিনের চালের নীচে (ঘরের ভিতর) থাকা বায়ুর গতিবেগের তুলনায় বেশী হয়। এর ফলে, বার্নোলির উপপাদ্য অনুযায়ী টিনের চালের উপরকার বায়ুর চাপ, টিনের চালের নীচের বায়ুচাপের তুলনায় অনেকটাই কমে যায়।
  • টিনের চালের উপরে ও নীচে, এই বায়ুর চাপের তারতম্যের কারণে, টিনের চালটির উপর বায়ুর একটি ঊর্ধ্বঘাত প্রয়োগ হয়।
  • বায়ুর এই ঊর্ধ্বঘাতের জন্যই টিনের চালটি উপড়ে যায় এবং বাইরের পরিবেশে চলতে থাকা ঝড়ের গতিবেগের দিক বরবার উড়ে চলে যায়।
Answered by chakrabortysomok2
0

Answer:

প্রচন্ড ঝরের সময় টিনের চাল উড়ে যেতে দেখা যায় ..

Explanation:

কারণ চালে বায়ু বে বেশি , লে Bernoulli 's Theorem নুযায়ীচা ক্ষান্তরে , চালে লা বায়ু বে লে চা বেশি চাপে পার্থক্যে কাণে চালে দি ড়ে যা

Similar questions