please help me to solve this . who give spam answer , his all answers will be reported and give right answer otherwise reported
Answers
গণিতের ভাষায় সমস্যাটি হল –
কাপড় (মিটার) সময় (দিন) হস্তচালিত তাঁত (টি)
1080 18 12
2700 15 ?
ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান –
প্রথম ক্ষেত্রে,
কাপড়ের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে। সুতরাং, সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সমানুপাতী সম্পর্ক।
সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে। সুতরাং, শাড়ি সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতী সম্পর্ক।
∴ মোট হস্তচালিত তাঁত প্রয়োজন =
12 × (18/15) × (2700/1080) টি
= 36 টি।
দ্বিতীয় ক্ষেত্রে,
গণিতের ভাষায় সমস্যাটি হল –
হস্তচালিত তাঁত (টি) যন্ত্র চালিত তাঁত (টি)
2×1/4 = 9/4 1
36 ?
হস্তচালিত তাঁতের সংখ্যা যত বাড়বে যন্ত্র চালিত তাঁতের সংখ্যা তত বাড়বে।
সুতরাং হস্তচালিত তাঁত ও যন্ত্র চালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতী সম্পর্ক।
∴ মোট যন্ত্র চালিত তাঁত প্রয়োজন =
1 × 36/(9/4) টি
= 36 × (4/9) টি
= 16 টি