পৃথিবীর তাপমন্ডলের বিবরন দাও।
please tell me what is the tempreture of the earth
Answers
Explanation:
পৃথিবী গোলাকার হওয়ায় বিভিন্ন অক্ষাংশ যুক্ত অঞ্চলে সূর্য রশ্মি বিভিন্ন কোনে কিরণ দেয়। কোথাও লম্ব হবে কোথাও তীর্যকভাবে সূর্য রশ্মি ভূপৃষ্ঠের উপর পতিত হয়। ফলস্বরূপ অক্ষাংশের ভিত্তিতে একেকটি উষ্ণতা যুক্ত অঞ্চল পৃথিবীকে বলয়ের আকারে বেষ্টন করে আছে। এদের তাপবলয় বলা হয়। মোট পাঁচটি তাপবলয় পৃথিবীকে বেষ্টন করে আছে। মূলত এই তাপবলয় গুলিকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-
উষ্ণমন্ডল(Torrid Zone)
নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে নিরক্ষরেখার দক্ষিনে মকর ক্রান্তি রেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল উষ্ণ মন্ডল নামে পরিচিত। সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্ব হবে পতিত হওয়ায় এবং দিন ও রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হওয়ায় এখানে উষ্ণমন্ডল গড়ে উঠেছে।উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত অঞ্চল নাতিশীতোষ্ণ মন্ডল নামে পরিচিত। উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মন্ডলকে উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল (North Temperate Zone) এবং দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ মন্ডলকে দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল (South Temperate Zone) বলে। সূর্য রশ্মির পতনকোন মধ্যম প্রকৃতির হওয়ায় নাতিশীতোষ্ণ মন্ডল সৃষ্টি হয়েছে।হিমমন্ডল(Frigid Zone)
উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চল মন্ডল নামে পরিচিত। উত্তর গোলার্ধের হিমমন্ডলকে উত্তর হিমমন্ডল এবং দক্ষিণ গোলার্ধের হিমমন্ডল কে দক্ষিণ হিমমন্ডল বলে।
asa Kori Ami uttar ta thik dilam
Ami bangali.Kolkatay Amar bari.