Poth vabe ami deb roth vabe ami hansen ontorjami kobita
Answers
‘ভক্তিভাজন’ - রবীন্দ্রনাথ ঠাকুর
রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম --
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে ‘আমি দেব’, রথ ভাবে ‘আমি’,
মূর্তি ভাবে ‘আমি দেব’ -- হাসে অন্তর্যামী।।
ভাব সম্প্রসারণঃ
পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় শতসহস্র লোকের জমায়েত হয়েছে। মহা ধুমধামে রথ টানার প্রস্তুতি চলছে। ভক্তবৃন্দ পথে লুটিয়ে প্রণাম নিবেদন করছেন।
এখানে পথ মনে করছে, “আমি এই স্থলে উপস্থিত আছি বলেই এই রথযাত্রার আয়োজন করতে পেরেছে এরা। মানুষজন আমার উপরে শুয়ে প্রণাম নিবেদন করতে পারছে। তাই আমিই দেবতা।”
আরেক দিকে রথ মনে করছে, “আমি না থাকলে তো রথযাত্রার কোনো মানেই হয়না। আমাকে উদ্দেশ্য করেই এতো আয়োজন। সুতরাং আমিই দেবতা।”
অপর পক্ষে মূর্তি মনে করছে, “আমাকে উদ্দেশ্য করেই এই রথযাত্রা। না হলে এতো ঘটা করে এই রথযাত্রাও হবে না। অতএব আমিই দেবতা।”
সবার উপরে অন্তর্যামী শ্রীভগবান পথ, রথ ও মূর্তির মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হাসলেন কারণ রথ, পথ ও মূর্তি সকলেরই এই রথযাত্রায় সমান গুরুত্ব। কোনো একজনকে বাদ দিয়ে রথযাত্রা সম্ভব নয়।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কণিকা’ কাব্যগ্রন্থের ‘ভক্তিভাজন’ কবিতাটিতে আসলে সমাজের অহঙ্কারী মানুষজনের কথা তুলে ধরা হয়েছে। সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষই সমান গুরুত্বপূর্ণ। তবে এক একটি শ্রেণী অপর কোনো শ্রেণীর থেকে নিজেকে শ্রেষ্ঠ বলেই মনে করে।
সম্পর্কিত প্রশ্নঃ
‘আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর’ - অনুচ্ছেদ রচনা করো। - https://brainly.in/question/2790991