Hindi, asked by manpreematharu, 1 year ago

rabindranath's poem bandi bir?

Answers

Answered by nilpobon
0
Bandi Vijay poem by Rabindranath Tagore in 5 bank of river
Answered by Riya72114
0

বন্দী বীর

পঞ্চনদীর তীরে

বেণী পাকাইয়া শিরে

দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে

জাগিয়া উঠেছে শিখড্ড

নির্মম নির্ভীক।

হাজার কণ্ঠে গুরুজির জয়

ধ্বনিয়া তুলেছে দিক্।

নূতন জাগিয়া শিখ

নূতন উষার সূর্যের পানে

চাহিল নির্নিমিখ।

“অলখ নিরঞ্জন’

মহারব উঠে বন্ধন টুটে

করে ভয়ভঞ্জন।

বক্ষের পাশে ঘন উল্লাসে

অসি বাজে ঝন্ঝন্।

পঞ্জাব আজি গরজি উঠিল,

“অলখ নিরঞ্জন!’

এসেছে সে এক দিন

লক্ষ পরানে শঙ্কা না জানে

না রাখে কাহারো ঋণ।

জীবন মৃত্যু পায়ের ভৃত্য,

চিত্ত ভাবনাহীন।

পঞ্চনদীর ঘিরি দশ তীর

এসেছে সে এক দিন।

দিল্লিপ্রাসাদকূটে

হোথা বারবার বাদশাজাদার

তন্দ্রা যেতেছে ছুটে।

কাদের কণ্ঠে গগন মন্থ,

নিবিড় নিশীথ টুটে–

কাদের মশালে আকাশের ভালে

আগুন উঠেছে ফুটে!

পঞ্চনদীর তীরে

ভক্তদেহের রক্তলহরী

মুক্ত হইল কি রে!

লক্ষ বক্ষ চিরে

ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান

ছুটে যেন নিজনীড়ে।

বীরগণ জননীরে

রক্ততিলক ললাটে পরালো

পঞ্চনদীর তীরে।

HOPE IT HELPS

PLEASE MARK ME BRAINLIEST ☺️

Similar questions