Sin:(ক + c)
গাণিতিক প্রশ্ন :
[ প্রতিটি প্রশ্নের মান-2/3]
* 1. 5kg ভরের একটি ব্লক টেবিলের ওপর বসানাে আছে। ৪N অনুভূমিক বল দিয়ে ব্লকটিকে ঠেলা হচ্ছে। ব্লক ও টেবিলের মধ্যেকার ঘর্ষণ বল
নির্ণয় করাে। দেওয়া আছে, ব্লক ও টেবিলের মধ্যে L, = 0.3 ও L = 0.2 এবং g = 10 ms-2| XI-14
[Ans: 8 N]
, তবে কোনাে বক অনমিক বাতাস আখম লস
০ mm
Answers
Answered by
1
Answer:
Answerনির্দিষ্ট দিকে পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে এবং যেকোনো দিকে পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে সরণ হলো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ফলে দূরত্ব স্কেলার রাশি হলেও সরণ হলো ভেক্টর রাশি। দূরত্বের শুধু মান থাকলেও সরণের রয়েছে মান ও দিক। দূরত্বের পরিবর্তন হয় শুধু মানের পরিবর্তন দ্বারা, অপরদিকে সরণের পরিবর্তন হয় শুধু মান বা শুধু দিক বা উভয়ের পরিবর্তন দ্বারা।
Similar questions