Physics, asked by rohanmufti12345, 6 months ago

স্পর্শ পদ্ধতি তে উৎপনন SO3 কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন​

Answers

Answered by sishuvo125
2

Answer:

সালফিউরিক এসিড একটি রাসায়নিক যৌগ। যার রাসায়নিক সংকেত H₂SO₄। গাঢ় H₂SO₄ এসিড লঘুকরণের ক্ষেত্রে এসিডে পানি ঢালা নিরাপদ নয়। কারণ, গাঢ় H₂SO₄ এসিড পানীগ্রাহী পদার্থ অর্থাৎ পানির প্রতি এর তীব্র আকর্ষণ রয়েছে। যখন এসিডে পানি ঢালা হয় তখন এসিড ও পানির মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়। এ বিক্রিয়াটি অত্যন্ত তাপোৎপাদী বিক্রিয়া। বিক্রিয়ায় এতো উচ্চ তাপ উৎপন্ন হয় যে মিশ্রণ পাত্র ভেঙে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে অথবা মিশ্রণে আগুন ধরে যেতে পারে। তাই এসিড লঘুকরণের জন্য পানি এসিডে না ঢেলে এসিডকে ধীরে ধীরে পানিতে ঢালা হয়।

Similar questions