Physics, asked by shwetasarkar736, 1 month ago

STP তে হাইডোজেন গ্রাসের ঘনত্ত্ব 0.0898 g/l হলে SI এককে এঐ ঘনত্ত্বে মান নির্নয় করো।​

Answers

Answered by psamuvel2425
1

Answer:

please mark me to brainly list

Answered by Anonymous
2

প্রদত্ত,

STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের মান = 0.0898 g/l

নির্ণেয়,

SI এককে উক্ত ঘনত্বের মান নির্ণয় করা।

সমাধা,

নিম্নলিখিত গাণিতিক উপায় সহজেই আমরা এখানে দিক সমস্যার সমাধান করতে পারি।

এখন, SI এককের সিস্টেম অনুসারে ঘনত্বের একক হল = kg/m³ (কিলোগ্রাম প্রতি ঘনমিটার)

প্রদত্ত একক এবং SI এককের মধ্যেকার গাণিতিক সম্পর্কটি হল নিম্নরূপ :

1 g/l = 1 kg/m³

অতএব,উক্ত দুই এককের একটির থেকে অন্যটিতে পরিবর্তিত করলে, সংলগ্ন সাংখ্যিক মানের কোনপ্রকার পরিবর্তন হয় না।

সুতরাং,

0.0898 g/l = 0.0898 kg/m³

[এই kg/m³ এককে পরিণত করে যে সাংখ্যিক মানটি আমরা পাই, সেটাই হল SI এককে উক্ত ঘনত্বের মান।]

অতএব, SI এককে ঘনত্বের মান হল 0.0898 kg/m³

Similar questions