Computer Science, asked by 1082933, 2 days ago

What is the binary representation of below opened and closed cards​

Answers

Answered by gamingkilling039
0

Explanation:

sorry

i

don't

know

the

answer

Answered by dineshsahu8024
0

*সঠিক উত্তর নির্বাচন করো:*

১)জ্ঞানচক্ষু একটি-

ক)বড়গল্প খ)ছোটগল্প গ)নাটক।

২)'চোখ মার্বেল হয়ে গেল।' এক্ষেত্রে চোখের আকার টি হবে-

ক) পটলাকৃতি খ)গোল গ)লম্বাটে।

৩) তপনের যে আত্মীয়ার বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের-

ক)ছোটপিসি খ)ছোটমাসি গ)বড়পিসি।

৪)নতুন মেসোমশাই হলেন একজন-

ক)বইপ্রকাশক খ)চিকিৎসক গ)লেখক।

৫)'এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।'- সন্দেহের বিষয়টি হল লেখকরা--

ক) লেখক খ)মানুষ গ)কবি।

৬)নতুন মেসোকে দেখে তপনের যা খুলে গিয়েছিল তা হল-

ক)চোখ খ)কান গ)জ্ঞানচক্ষু।

৭)'এ দেশের কিছু হবে না।'- এ কথা যে বলেন তিনি হলেন--

ক)ছোটমাসি খ)ছোটমেসো গ)বাবা।

৮)নতুন মেসোর যে ছুটি চলছে তা হল-

ক)পুজোর ছুটি খ)বড়দিনের ছুটি গ)গরমের ছুটি।

৯)তপনের যা হতে বাধা নেই, তা হলো-

ক)গায়ক খ)লেখক গ)পটুয়া।

১০) নতুন মেসোমশাই-এর মূল পেশা হল তিনি -

ক)ডাক্তার খ)লেখক গ)প্রফেসার।

১১)"ছোট মাসি সেইদিকে ধাবিত হয়"-'সেইদিকে' বলতে বোঝানো হয়েছে-

ক)তপনের দিকে খ)বাবার দিকে গ)নতুন মেসোর দিকে।

১২)'কিন্তু কে শোনে তার কথা'?- এখানে 'তার' বলতে যাকে বোঝানো হয়েছে সে হল--

ক)নতুনমেসো খ)ছোটমাসি গ)তপন।

১৩)"তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।"-এখানে 'পুলকিত' শব্দটির অর্থ-

ক)বিরক্ত খ)আনন্দিত গ)দুঃখিত।

১৪)'রক্তের মূল্য' বলতে এখানে যা বোঝানো হয়েছে তা হল-

ক)হীরের মূল্য খ)লেখার মূল্য গ)সোনার মূল্য।

১৫)এই গল্পে 'জহুরি' বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন-

ক)নতুন মেসো খ)পুরোনো মেসো গ)ছোটমামা।

১৬)"একটু 'কারেকশান' করে বিয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে।"-এখানে কারেকশন শব্দটি হল--

ক)তৎসম শব্দ খ)তদ্ভব শব্দ গ)ইংরেজি শব্দ।

১৭)"আমি বললে 'সন্ধ্যাতারা'র সম্পাদক 'না' করতে পারবে না"- 'সন্ধ্যাতারা' হল একটি--

ক)নক্ষত্র খ)গ্রহ গ)পত্রিকা।

১৮)"তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে।"- 'কৃতার্থ' শব্দটির অর্থ হল-

ক)কৃতজ্ঞ খ)বিস্মিত গ) আশান্বিত।

১৯)মায়ের চাপে তপনকে বিয়েবাড়িতে যে খাতাটি নিয়ে যেতে হয়েছিল সেই খাতাটি হল-

ক)গল্পের খাতা খ)হিসেবের খাতা গ)হোমটাস্কের খাতা।

২০)তপন দুপুরবেলা কোথায় বসে গল্প লিখছিল?

ক)বাগানে বসে খ)বৈঠকখানায় গ)তিনতলার সিঁড়িতে।

২১)ছোট মাসি আর তপনের বয়সের ব্যবধান প্রায়-

ক)বছর চারেক খ)বছর আটেক গ)বছর সাতেক।

২২)'ছোটমাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে,'- এখানে 'মুরুব্বি' শব্দটি ব্যবহৃত হয়েছে--

ক) শিক্ষক অর্থে খ)গুরুদেব অর্থে গ)বোদ্ধা অর্থে।

২৩) বাড়িতে তপনের নাম হয়েছে-

ক)সাহিত্য সম্রাট খ)কবি, সাহিত্যিক, কথাশিল্পী গ)লেখক।

২৪)উঠতে-বসতে তপনের সঙ্গে তাঁর বাড়ির লোকজন যে আচরণ করে তা হল- ক)অপমান খ)ঠাট্টা গ)সোহাগ।

২৫) ঠাট্টা তামাশার মধ্যে তপন কয়টি গল্প লিখেছে?-

ক)একটি-দুটি খ)দুই-তিনটি গ)তিনটি-চারটি।

২৬)'সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল।'- এখানে 'সুখের দিন' বলতে বোঝানো হয়েছে-

ক)স্বচরিত মুদ্রিত গল্প প্রকাশ খ)স্বচরিত মুদ্রিত কবিতা প্রকাশ

গ)সাহিত্য প্রতিযোগিতার ফল প্রকাশ।

২৭)গল্পলেখক তপনের সম্পূর্ণ নাম হল-

ক)তপন রায় খ)তপন কুমার রায় গ)তপন কুমার দাস।

২৮)তপন ছাতে উঠে গিয়ে যা করে তা হল-

ক)উদাস হয়ে থাকে

খ)আকাশ দেখে

গ)শার্টের তলাটা তুলে চোখ মোছে।

২৯) ছোটমেসো যা পান করেন তা হল-

ক)চা খ)কফি গ)শরবত।

৩০)"ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে।"- 'ও কথাটি' হল -

ক)গল্প লেখা

খ)তপন একজন গল্প লেখক গ)কারেকশানের কথা।

৩১) কবি শঙ্খ ঘোষের জন্ম কত খ্রিস্টাব্দে?

ক)১৯৩১ খ)১৯৩২ গ)১৯৩৩

৩২)কবি শঙ্খ ঘোষের লেখা একটি কাব্যগ্রন্থ হল -

ক)'মরাচাঁদ' খ)'মরুশিখা' গ)'বাবরের প্রার্থনা'

৩৩) কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম -

ক)মহাস্থবির খ)নীললোহিত গ)কুন্তক।

৩৪)'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?-

ক)'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' খ)'জলই পাষাণ হয়ে গেছে' গ)'বাবরের প্রার্থনা'।

৩৫)'আমাদের মাথায় বোমারু'- 'বোমারু' কথার অর্থ কী?

ক)আকাশবাজি

খ)মহাশব্দকারী গোলক

গ)বোমানিক্ষেপ যুদ্ধবিমান।

৩৬)'পায়ে পায়ে হিমানীর বাঁধ'- 'হিমানী' কথার অর্থ কি?--

ক) জল খ)তুষার গ)পাথর।

৩৭)'বেঁধে বেঁধে' কথাটির অর্থ হল -

ক)বাধন দিয়ে থাকা খ)সংঘবদ্ধভাবে থাকা গ)গুটিসুটি মেরে থাকা।

৩৮) আমরা দূরে দূরে ফিরেছি, কারণ -

ক)বারংবার সাহায্যের ব্যর্থ প্রার্থনা জানাতে

খ)এক মুঠো অন্নের জন্য

গ)গান শোনাতে।

৩৯) কবি আমাদের কিভাবে থাকার কথা বলেছেন?

ক)কাছাকাছি খ)বেঁধে বেঁধে গ)দূরে দূরে।

৪০) আমরা বারোমাস কী?

ক)সুস্থ খ)ভিখারি গ)ধনী।

৪১)কাছে দূরে কি ছড়ানো রয়েছে?

ক)ঘরবাড়ি খ)টাকাপয়সা গ)শিশুদের শব।

৪২) কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ -

ক)হাত শক্ত হবে বলে খ)প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে

গ)যদি হারিয়ে যায় সে কারণে।

৪৩) আরো বেঁধে বেঁধে থাকবার জন্য রাখতে হবে-

ক)কাঁধে কাঁধ

খ)হাতে হাত

গ)পায়ে পা।

৪৪)'আমাদের কথা কে-বা জানে'- 'আমরা' কারা?

ক) অসহায় মানুষ খ)ভবঘুরে গ)ভিকারি।

Similar questions