What is the meaning of the Bengali word birjosulka in Bengali?
Answers
বীর্যশুল্কা - পরাক্রমের পুরস্কার
ব্যাখ্যা ও অন্যান্য তথ্য:
'বীর্যশুল্কা' শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এর অর্থ - পরাক্রমের পুরস্কার। 'রামায়ণ' মহাকাব্যের একটি শ্লোকে বলা হয়েছে -
পূর্বং প্রতিজ্ঞা বিদিতা বীর্যশুল্কা মমাত্মজা ।
রাজানশ্চ কৃতামর্ষানির্বীর্যা বিমুখীকৃতাঃ ৷। ১।৬৮।৮ ।।
দূত অযোধ্যার রাজা দশরথকে মিথিলার রাজা জনকের বার্তা জ্ঞাত করাচ্ছেন - "হে রাজন, পূর্ব প্রতিজ্ঞানুসারে আমি আমার কন্যাকে পরাক্রমের পুরস্কারস্বরূপ সুযোগ্য পাত্রে প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু অপরাপর বলশালী কোনো রাজা পরাক্রমের পরিচয় প্রদানে অসমর্থ।"
সেযং মম সুতা রাজন্ বিশ্বামিত্রপুরস্সরৈঃ ।
যদৃচ্ছযাগতৈর্বীরৈর্নির্জিতা তব পুত্রকৈঃ ।। ১।৬৯।৯ ।।
"একমাত্র মুনিবর বিশ্বামিত্রের সহিত আগত আপনার পুত্রেরা, তন্মধ্যে রাম এই কার্যে (দৈব ধনু ভঙ্গ করতে) সমর্থ।" অতঃপর দেবী সীতা শ্রীরামের হস্তে সমর্পিত হ'ল।
আরও প্রশ্ন:
১। মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে - এর সপক্ষে যুক্তি। - https://brainly.in/question/15027145
২। অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু করা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। - https://brainly.in/question/7782292
Hey friend, your answer is here ---
বীর্যশুল্কা -- পরাক্রমের পুরস্কার।
.
.
.
Hope you can understand....