Science, asked by Mon1123, 1 month ago

WRITE A SHORT NOTE ON GIVEN OPTIONS. 1) pigeon 2) duck 3) crow 4) woodpecker 5) Alexandria. pls answer this in bengali language.​

Answers

Answered by ParijatChatterjee
1

Answer:

1) কবুতর ও ঘুঘু এই দুই রকম পাখি কলাম্বিডি গোত্রের অন্তর্ভুক্ত। এ গোত্রে প্রায় ৩১০টি প্রজাতির সংস্থান হয়েছে। এদের প্রত্যেকের দেহ শক্তপোক্ত, ঘাড় খাটো এবং ঠোঁটের গোড়ায় মাংসল উপাঙ্গ রয়েছে। শস্য, বীজ, ফল ও অন্যান্য উদ্ভিদাংশ এদের মূল খাদ্য।

2) হাঁস অ্যানাটিডি পরিবারের অন্তর্ভুক্ত পাখিদের বেশ কিছু প্রজাতির সাধারণ নাম। অ্যানাটিডি পরিবারের অন্য দুই সদস্য মরাল আর রাজহাঁস থেকে এরা আকারে ভিন্ন। হাঁসেরা এ শ্রেণীর বেশ কয়েকটি উপশ্রেণীর অন্তর্ভুক্ত। শারীরিক দিক থেকে হাঁস চ্যাপ্টা ঠোঁট ও খাটো গলাবিশিষ্ট মাঝারি থেকে ছোট আকারের পাখি।

3) ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে-কাক হ'ল করভাস বংশের পাখি, বা আরও বহুলভাবে করভাসের সমার্থক প্রতিশব্দ। "কাক" শব্দটি প্রজাতির সাধারণ নামের অংশ হিসাবে ব্যবহৃত হয়: করভাস অ্যালবাস - পাইড কাক করভাস বেনেটে - ছোট কাক করভাস ব্র্যাচারিঞ্চোস - আমেরিকান কাক করভাস ক্যাপেনসিস - কেপ কাক বা কেপ রুক করভাস কর্নিক্স - হুড কাক করভাস করোন - ক্যারিয়ান কাক উইকিপিডিয়া

4)কাঠঠোকরা এবং এ জাতীয় অন্যসব পাখি; যেমন- কুটিকুড়ালি, ঘাড়ব্যথা ইত্যাদি একত্রে Picidae পরিবারের অন্তর্গত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাদাগাস্কার আর দুই মেরু ছাড়া পৃথিবীর প্রায় সব অঞ্চলেই কাঠঠোকরা দেখা যায়। বেশিরভাগ কাঠঠোকরার প্রজাতি বন বা বৃক্ষপূর্ণ অঞ্চলে বসবাস করে।

5)আলেক্সান্দ্রিয়া হল মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহরেই মিশরের বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত। আলেক্সান্দ্রিয়া উত্তর-পশ্চিম মিশরে ভূমধ্যসাগরের উপরে এবং নিচে প্রায় ৩২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই শহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত।

HOPE IT HELPS

THANKS FOR WATCHING

Similar questions