চের প্রশ্নটির উত্তর দাও : ৩ X ১ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রােধাঙ্কের অনুপাত 3:4 হলে রােধের অনুপাত কত হবে তা নির্ণয় করাে। । বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলাে করে বিদ্যালয় খুললে শিক্ষকে জমা দেবে। কোনাে অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেবােরে না।
Answers
Answer:truhtygfjtmnjgyuf
Explanation:
ymjkutmrgjdnuhigovnioj revoiniekr
প্রথমেই ধরে নেই যে -
দৈর্ঘ্য, ব্যাসার্ধ রােধাঙ্ক
প্রথম তারের - l₁ r₁ p₁
দ্বিতীয় তারের - l₂ r₂ p₂
প্রশ্ন অনুসারে,
l₁ /l₂ = 2/1
r₁/r₂ = 1/2
p₁ / p₂ = 3/4
এখন আমরা ধরে নিলাম যে প্রথম ও দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে πr₁² এবং πr₂²।
∴ প্রথম তারের রােধ, R₁ = p₁l₁ /πr₁²
দ্বিতীয় তারের রােধ, R₂ = p₂l₂ / πr₂²
প্রথম তারের রােধ : দ্বিতীয় তারের রােধ= R₁ : R₂ = p₁l₁ /πr₁² / p₂l₂ / πr₂²
= p₁/p₂ × l₁/l₂ ×( ₂r/r₁ )²
=3/4 × 2/1 × ( 2/1 )²
=3/4× 2/1 × 4/1
=6/1
= 6 : 1
উত্তর - তার দুটির রােধের অনুপাত = 6:1