Geography, asked by Soubhagyasagarika80, 19 days ago

১। পূরণ করাে। নীচের শব্দড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যথাটি ও ১ x ৬ = ৬ (খ) বন্যা (ক) বন্যা অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, জলমগ্ন তাবস্থা তাই যে নয়। অস্থায়ী এই অবস্থাকে নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি। নামে ডাকি, (ঘ) বন্যা (গ) বন্যা বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত গাড়ি ঘােড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে, স্বেচ্ছাসেবক, এগিয়ে তখন আসে। (ঙ) বন্যা ত্রাণ শিবিরে মেলে খাবার, খাদ্য, জল, মােকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল। (চ) বন্যা ত্রাণ শিবিরে জানতে হবে তাদের সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন। শব্দঝুড়ি নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর, প্রয়ােজন​

Answers

Answered by debasripaul2021
0

Answer:

১। পূরণ করাে। নীচের শব্দড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যথাটি ও ১ x ৬ = ৬ (খ) বন্যা (ক) বন্যা অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, জলমগ্ন তাবস্থা তাই যে নয়। অস্থায়ী এই অবস্থাকে নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি। নামে ডাকি, (ঘ) বন্যা (গ) বন্যা বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত গাড়ি ঘােড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে, স্বেচ্ছাসেবক, এগিয়ে তখন আসে। (ঙ) বন্যা ত্রাণ শিবিরে মেলে খাবার, খাদ্য, জল, মােকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল। (চ) বন্যা ত্রাণ শিবিরে জানতে হবে তাদের সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন। শব্দঝুড়ি নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর, প্রয়ােজন =ঙ সঠিক উত্তর।

Similar questions