xix) আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে স্বীকৃত মৌলের সংখ্যা কটি?
উঃ
xx) একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখাে।
উঃ
Answers
Answer:
I am not getting your language dude
1. সামান্য লবণমিশ্রিত চিনির সরবত কী তড়িৎ পরিবহণ করবে ?
উত্তর : চিনির দ্রবণ তড়িৎ অপরিবাহী হলেও, খাদ্য লবণের দ্রবণ তড়িতের পরিবাহী। তাই এই মিশ্র দ্রবণটি তড়িৎ পরিবহণ করবে।
2. একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখাে।
উত্তর : সিলিকা (SiO2) একটি অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।
3. তড়িতের অপরিবাহী একটি অধাতব কঠিন মৌলিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িতের অপরিবাহী অধাতব কঠিন মৌলিক পদার্থ হল সালফার (S)।
4. পরিবাহী কয় প্রকার ও কী কী?
উত্তর : পরিবাহী তিন প্রকার, যথা–(i) ধাতব পরিবাহী (Au, Cu ইত্যাদি) (i) অধাতব পরিবাহী (গ্রাফাইট)। (ii) তড়িৎ বিশ্লেষ্য (গলিত বা দ্রবীভূত অবস্থায়)।
5. তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়, তার নাম কী?
উত্তর : ভােল্টমিটার।
6. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
7. একটি জৈব পদার্থের নাম লেখাে যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী?
উত্তর : অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH) হল এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী।
8. একটি তড়িৎ কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িৎ কুপরিবাহী পদার্থ হল ইথানল।
9. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথােড হিসাবে কোন্ ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর : ক্যাথােড হিসাবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়।
10. মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও।
উত্তর : সােডিয়াম কার্বনেট (Na2Co3) হল মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ।