Geography, asked by subhayan58, 11 months ago

ভৌম জলের অতিরিক্ত ব্যবহারে সমস্যা ও তার প্রতিকারের উপায়​

Answers

Answered by Anonymous
39

বর্তমান সময়ে মানুষের ব্যবহারযোগ্য জলের অন্যতম প্রধান উৎস হলো ভৌমজল,যা মাটির তলা থেকে আহরণ করা হয়ে থাকে।

জনসংখ্যার বিপুল বৃদ্ধির ফলে,ভৌমজলের আহরণও প্রতিবছর বেড়ে চলেছে,ফলে মাটির তলার জলের স্তর কমে যাচ্ছে এবং মাটির উপরিতল ধ্বসে যাওয়ার আশংকা বেড়ে যাচ্ছে।

এর একমাত্র প্রতিকার হলো ভৌমজলের পরিমিত ব্যবহার এবং জলের অন্যান্য উৎসের উপর মনোনিবেশ করা।

Answered by rakhi2178
21

Answer:

অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব গুলি হল

১,অতিরিক্ত হারে ভৌম জল উত্তোলনের ফলে ভূগর্ভে ভৌম জলতল অনেক নিচে নেমে যায় যা খুবই ক্ষতিকর

২,ভৌম জল অত্যাধিক হারে তুলে নেওয়া হলে ভূপৃষ্ঠের নদী জলাশয় ধীরে ধীরে অভ্যন্তরে চলে যায় ফলে ভূপৃষ্ঠের জলের পরিমাণ কমতে থাকে

Similar questions