Political Science, asked by ahamad173786, 8 months ago

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটায় বিতর্ক আমি বিপক্ষ দল

Answers

Answered by kiran0003
3

Answer:

hi

fine Mark as brainliest and also don't forget to follow me

Explanation:

সর্বশেষ :

এইচএসসির দুই মাস আগে রেজিস্ট্রেশনের সুযোগ!||মালিককে খাওয়ানো হলো ঢাবি ক্যান্টিনের ‘পচা’ মাংস||এক মাসে সড়কে ঝরল ৪৪৫ প্রাণ||মুজিববর্ষে শিশুদের বইমুখী করতে রোডমার্চ||সাধারণ শিক্ষায় সবার কর্মসংস্থান সম্ভব নয় : নওফেল||এসএসসির প্রশ্নপত্র বিতরণে নতুন নির্দেশনা||শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা বৃদ্ধির নির্দেশ||জবি শিক্ষার্থীরা তৈরি করল বাস ট্র্যাকিং অ্যাপস||দিনাজপুরে ২ ভাইসহ ৫ জনের ফাঁসির রায়||কুবির লোকপ্রশাসন বিভাগের বার্ড অ্যাটাচমেন্ট শুরু

 হোম শিক্ষা ও শিক্ষাঙ্গন শিক্ষা

২৬ হাজার স্কুলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

  শিক্ষা ডেস্ক

 ২০ জানুয়ারি ২০২০, ২২:২১

218Shares

দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। (ছবি : সংগৃহীত)

দেশের ২৬ হাজার স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে এই আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জানুয়ারি) শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের পর জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। এ তথ্য জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, আগামী প্রজন্মকে সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতেই এ প্রতিযোগিতা।

আরও পড়ুন : প্রশ্নপত্র ফাঁসে সেই শিক্ষক চূড়ান্তভাবে বরখাস্ত

তিনি আরও বলেন, দুদকের সততা সংঘে থাকা দেশের ২৬ হাজার ২১৩টি স্কুলে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার জন্য কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো- মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য, অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’, তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।

Answered by HanitaHImesh
0

•দেশপ্রেম হলো কোন দেশের প্রতি অর্থাৎ জন্মভূমির প্রতি নিঃস্বার্থ প্রেম ভালোবাসা অর্থাৎ এ কথা বলাই যায় একজন প্রকৃত দেশপ্রেমিক দেশের জন্য সবটুকু নির্দ্বিধায় দান করতে অস্বীকার করবে না। তবে আমাদের মনে রাখা উচিত একজন দেশপ্রেমিক সর্বদা সঠিক কাজ করেন না, সমাজে থাকতে গেলে সব ধরনের মানুষ নিয়ে চলতে হয়, সেরকম সমাজে বিদেশ থেকে আগত বহু মানুষ থাকেন যারা যে দেশে বসবাস করছেন সেই দেশের ভালো চান কিন্তু তাকে ওই দেশের দেশপ্রেমিক বলা যায় না কারণ তার দেশপ্রেমটা তার জন্মভূমি দেশের প্রতি সর্বাধিক। তার মানে এই নয় বিদেশ থেকে আগত ব্যক্তি যে দেশে বসবাস করছেন তার ক্ষতি চাইবেন । তাকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না অপরদিকে কোনো দেশপ্রেমিক দেশভক্ত কোন ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে দেশের বিরুদ্ধাচরণ বা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করে বসেন। বরং তাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করা টাই সঠিক।

•আর দায়িত্ব জ্ঞান বা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি ও অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বসেন নিজের অজ্ঞতার জন্য। তাই এককথায় মূল্যবোধহীন মানুষকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করা ঠিক না। মূল্যবোধহীন মানুষ দুর্নীতির আশ্রয় সব সময় নেন না। কারণ মূল্যবোধ আমরা কোন একটি সামরিক বিষয়ের ক্ষেত্রে নির্ধারণ করে থাকি। অর্থাৎ ওই ওই সাময়িক পরিস্থিতিতে মূল্যবোধহীন মানুষটি দুর্নীতিগ্রস্ত নয় কারণ ওই পরিস্থিতি সাপেক্ষে ওই ব্যক্তির করা বক্তব্য গুলি মূল্যবোধ হীনতার পরিচয় দিয়েছে তার মানে এই নয় পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে তিনি পুনরায় মূল্যবোধের পরিচয় দেবেন তাই পরিস্থিতি সাপেক্ষে কোন মূল্যবোধহীন ব্যক্তিকে দুর্নীতিগ্রস্থ বলা ঠিক নয়।

Similar questions