যখন তোমাকে মশা কামড় দিবে বা তুমি ব্যথা পেয়ে কঁকিয়ে উঠে তাহলে তোমার কে কোন তন্ত্রের সহায়তা করছে এবং কিভাবে সহজে এটি খাতায় লিখবে ?
Answers
Answer:
যপদষসকতষসরতষয ok
Explanation:
it help you
Answer:
ত্বকের উপর দিয়া প্রবাহিত স্নায়ুতন্ত্রের কোষ মশার কামড় অনুভবে সাহায্য করে।
ব্যাখ্যাঃ-
আমাদের দেহে যখন কোন মশা কামড় দেয় তখন সেই অনুভূতি আমাদের ত্বকের উপর স্নায়ুতন্ত্রের স্নায়ু কোষের ডেনড্রাইট গ্রহন করে। এখানে কামড়ের ফলে স্নায়ুকোষের ডেনড্রাইটের বিচ্যুতি এই কোষের রিসেপ্টর জীনের কার্যকারিতায় রাসায়নিক ক্রিয়ায় বৈদ্যুতিক সিগনাল তৈরি হয় যা এক্সনের মাধ্যমে অপর স্নায়ু কোষে ট্রান্সফার করে এভাবে মস্তিষ্কের কেন্দ্রীয় নিউরনে পৌছে প্রতিক্রিয়া সৃষ্টি করলেই আমরা কামড় বা কামড়ের ব্যাথা অনুভব করি।
ঘুমন্ত অবস্থায় মশার কামড়ঃ উপরে মশার কামড়ের ব্যাখ্যাটি শুধু জাগ্রত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ব্যক্তি যখন ঘুমান তখন ঐ ব্যক্তির স্নায়ু এবং কেন্দ্রী মস্তিষ্কও ঘুমিয়ে পড়ে ফলে তখন মশার কামড়ের অনুভুতি সাথে সাথে মস্তিষ্ক নিয়ন্ত্রন করতে পারেনা। কিন্তু দেখা গেছে যে, ঘুমন্ত অবস্থায় মশা কামড় দিলে ব্যক্তির হাত কামড়ের স্থানে থাপ্পড় দেয়।
এই প্রক্রিয়াকে বলা হয় রিফ্লেক্স। রিফ্লেক্স হচ্ছে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাতে সাক্ষম এমন এক সিস্টেম যা মানুষের সহজাত ও জন্মলগ্ন আচরন। এটি সরাসরি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়না। এটি নিয়ন্ত্রন করে স্পাইনাল কর্ড। মানুষের মস্তিষ্কের নিম্নভাগ যেখানে গ্রীবা বা ঘাড় যুক্ত হয়েছে সেই স্থান থেকে সুসুম্নাকান্ড বা স্পাইনাল কর্ড নামে কতকগুলো চুনাময়, নরম জেলী সাদৃশ্য সূতার মত মেরুদন্ডের অস্থির মধ্য দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়েছে। এটি এমন এক সিস্টেম যা নায়ূর চেয়ে দ্রুত এবং ব্যক্তির ইচ্ছার বাইরে অনুভূতি নিয়ন্ত্রন করতে পারে। যেমন রান্না করতে যেয়ে হঠাৎ গরম পানি বা তেল হাতে পড়লে আমরা বুঝে ওঠার আগেই হাত দ্রুত সরে যায়। এখানে মূলত স্পাইনাল কর্ড উক্ত অনুভূতি গ্রহন করে কেন্দ্রীয় মস্তিষ্ক ছাড়াই নিজে নিজে ত্বকের উপর ইলেক্ট্রো-রাসায়নিক উত্তেজনা সৃষ্টি করে। ফলে এই রাসায়নিক বন্ধনে ত্বকে সংকোচন চাপ পড়ে এবং সাথে সাথে আমরা না বুঝেই হাত সরে যায়। এটিকে বলা হয় রিফ্লেক্স। তবে জাগ্রত ও সজাগ অবস্থায় রিফ্লেক্স নিষ্ক্রিয় থাকে এবং বিশেষ সময়ে স্পাইনাল কর্ডেই ইলেক্ট্রো-রাসায়নিক সংকেত গেলেই কেবল তা সক্রিয় হয়।
Explanation:
I did my best to solve this question. please give a like and five stars.