Math, asked by sweetykhatunlovly, 8 months ago


এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখাে যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে ৪টি হাজারের কার্ড থাকবে।​

Answers

Answered by SparshaM
38

দেওয়া আছে:

  • চার অঙ্কের সংখ্যাটির হাজারের ঘরে ৪ থাকবে।

বের করতে হবে:

  • চার অঙ্কের সংখ্যা, যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে ৪টি হাজারের কার্ড থাকবে।

সমাধান:

  • একটি চার অঙ্কের সংখ্যায় একক, দশক, শতক ও হাজারের চারটি ঘর থাকে।

  • এখন সংখ্যায় হাজারের ঘরে পূর্ব হতেই ৪ আছে, তাই আমরা একক, দশক ও শতকের ঘরে ০ থেকে ৯ পর্যন্ত যে-কোনো অঙ্ক বসাতে পারি।

  • যেমন: ৪৫০১ (চার হাজার পাঁচ শত এক), ৪০০৮ (চার হাজার আট), ৪৬৭৪ (চার হাজার ছয় শত চুয়াত্তর), ইত্যাদি।

উত্তর:

  • ∴ নির্ণেয় সংখ্যাটি হল । (প্রদত্ত ছবিটি দেখো।)
Attachments:
Answered by paulsadhana71
24

Answer:

১০০০×৪ =৪০০০

Step-by-step explanation:

১০০০×৪ = [১০০০,১০০০,১০০০,১০০০] = ৪০০০

হা শ দ এ

১ ০ ০ ০

× ৪

__________

৪ ০ ০ ০

Similar questions