Science, asked by rafiulkalim1, 1 year ago

বাবলু সাধারণ কলম দিয়ে ২৮০ শব্দের একটি গরু রচনা লিখেছে। রচনায় ছোটো, মাঝারি ও বড়ো মিলিয়ে তিন ধরনের বাক্য আছে। ছোটো বাক্যে ৫টি, মাঝারি বাক্যে ৬টি এবং বড়ো বাক্যে ৮টি শব্দ আছে। এই ছোটো, মাঝারি ও বড়ো বাক্যের অনুপাত ৩:২:১। রচনাটি লিখতে তার সময় লাগে ১৪ মিনিট। এই রচনাটি বাবলু ফ্রেশ গুড ডে কলম দিয়ে লেখা শুরু করলে অবিরাম লিখতেই থাকে এবং তখন প্রতিটি বাক্য লিখতে সাধারণ কলমের তুলনায় অর্ধেক সময় লাগে। তাহলে ২৮ মিনিটে ফ্রেশ গুড ডে কলম দিয়ে বাবলুর লেখা রচনায় কয়টি বাক্য ও কয়টি শব্দ থাকবে

Answers

Answered by mahfujur189159
5

Answer:

৪৮ টি বাক্য ও ২৮০ টি শব্দ।

Similar questions