কী কী কারনে ভূমিখয হয
Answers
Answered by
3
Answer:
কী কী কারণে ভূমিক্ষয় হয়?
ভূমিক্ষয়
সাধারণত বৃষ্টি, নদী, বায়ু প্রবাহ, হিমবাহ এবং অন্যান্য ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় ভূমির ওপরের অংশ ক্ষয় হয়ে যাওয়াকে ভূমিক্ষয় বলে। মাটিকে অবিরাম ও অবৈজ্ঞানিকভাবে ব্যবহারের ফলে ভূমিক্ষয়ের বিষয়টি এখন বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক কারণের পাশাপাশি কৃত্রিম কারণ, যেমন—অপরিকল্পিত জমি চাষ, হালচাষ, বন উজাড়করণ, জমিতে রাসায়নিক ও কীটনাশক প্রয়োগ ইত্যাদি ভূমিক্ষয়ের কারণগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটির প্রাকৃতিক ক্ষয়ের চেয়ে কৃত্রিম ক্ষয় বেশি হচ্ছে।
Similar questions