Science, asked by eshita2293, 10 months ago

আ্যমাইটোসিস আর মাইটোসিস কী?​

Answers

Answered by mahfujur189159
1

Hi friends,

অ্যামাইটোসিস হল একপ্রকার কোশ বিভাজন, একে প্রত্যক্ষ কোশ বিভাজন ও বলা হয়।এই কোশ বিভাজন প্রক্রিয়ায় কোশচক্র থাকে না। এই কোশ বিভাজন সাধারণত নিম্নস্তরের জীবদের দেহে দেখা যায়। সাধারণত এককোশী ও প্রোক্যারিওটিক জীব দেহে দেখা যায়। যেমন- ব্যাকটেরিয়া , অ্যামিবা ইত্যাদি।

মাইটোসিস কোশ বিভাজন হল একপ্রকার পরোক্ষ কোশ বিভাজন , একে সমবিভাজন ও বলা হয় কারণ কোশ বিভাজন শেষে জনন কোষ এ মাতৃকোশের সমান সংখ্যক ক্রোমোজোম উপস্থিত থাকে। এই প্রকার কোশ বিভাজন কয়েকটি ধাপে সম্পন্ন হয় একে কোশচক্র বলে। প্রতিটি উচ্চস্তরের প্রাণীদের দেহে মাইটোসিস কোশ বিভাজন দেখা যায়। মানুষের দেহকোষ ও জনন কোষ এ মাইটোসিস কোশ বিভাজন দেখা যায়।

Have a great day

Similar questions