৩. গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কী কী বলতে পারাে ?
Answers
Answered by
63
Answer:
► গ্যাসের অণুর গতি [Motion of gas molecules]:-
গ্যাসে গতি সম্বন্ধীয় অঙ্গীকারগুলি [assumptions] হল :
[i] গ্যাসের ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলি সব কঠিন স্থিতিস্থাপক গোলক ।
[ii] একই গ্যাসের সব অণুগুলি একরকম ।
[iii] গ্যাসের অণুগুলির মোট আয়তন গ্যাসের আয়তনের তুলনায় নগন্য ।
[iv] গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না —তাই এদের কোনো স্থিতিশক্তি নেই এদের শক্তি সম্পূর্ণভাবে গতিশক্তি ।
[v] অণুগুলি সতত গতিসম্পন্ন এবং নিজেদের সঙ্গে সংঘর্ষ স্থিতিস্থাপক হওয়ায় ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে ।
[vi] অণুগুলির মধ্যে সংঘর্ষ তাত্ক্ষনিক ।
[vii] পরপর দুটি সংঘর্ষের মধ্যে পথগুলি সরলরেখা —ওই দুরত্বকে মুক্তপথ [Free path] বলে ।
প্লিস মার্ক as brainliest ♥️
Similar questions