India Languages, asked by sourovkarmakar666, 9 months ago

যেটি জোড়বাঁধা সাধিত শব্দ নয় – দয়াময় | দশানন / তেলেভাজা / সিংহাসন​

Answers

Answered by shabnamsarkar0066
54

যেটি জোড়বাধা সাধিত শব্দ নয়- দশানন

Answered by payalchatterje
0

Answer:

তেলেভাজা জোড়বাঁধা সাধিত শব্দ নয় |

Explanation:

যখন একাধিক শব্দ একসাথে জোড় বেঁধে নতুন শব্দ গঠন করবে, তখন তাকে বলা হবে জোড় বাঁধা সাধিত শব্দ। এখানে মনে রাখতে হবে উপসর্গ, ধাতু, প্রত্যয় প্রভৃতি উপাদান থাকলে তাকে জোড় বাঁধা সাধিত শব্দ বলা যাবে না। জোড় বাঁধা সাধিত শব্দের মধ্যে শুধুমাত্র একাধিক শব্দ থাকবে। যেমন: হিম+আলয় = হিমালয় (অথবা, হিমের আলয় = হিমালয়), এটি একটি জোড় বাঁধা সাধিত শব্দ। কিন্তু 'উপকার' শব্দটি জোড় বাঁধা সাধিত শব্দ নয়, এটি প্রত্যয়-নিষ্পন্ন সাধিত শব্দ। (এটিকে বলা যায় শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ। এ রকম শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ নিচে আর‌ও কয়েকটি দিলাম। শব্দাংশ কী তাও নিচে বলা হয়েছে।) আমরা সহজ ভাবে বলতে পারি একাধিক শব্দ যখন সমাস বা সন্ধির মাধ্যমে মিলিত হয়ে একটি শব্দে পরিণত হবে, তখন তাকে বলবো জোড় বাঁধা সাধিত শব্দ। যেমন: গ্রামাঞ্চল, পিতামাতা, দেশ-বিদেশ, সিংহাসন, হিমাচল, বৃষ্টিধারা, নীলপদ্ম, ব্যোমকেশ, বীণাপাণি ইত্যাদি।

Similar questions