Geography, asked by habiburrahamansk, 9 months ago

চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও।

Answers

Answered by aloneboy2463
2

Answer:

পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য। কিন্তু পৃথিবীর সর্বত্র উষ্ণতার পরিমাণ সমান নয়। অক্ষাংশ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে বলে উষ্ণতারও তারতম্য হয়। পৃথিবীর আকৃতি গোলাকার বলে এক একটি নির্দিষ্ট উষ্ণতা যুক্ত অঞ্চল পৃথিবিকে বলয়ের আকারে বেষ্ঠন করে আছে। এদের তাপমন্ডল বলা হয়। সারা বছর ধরে ভূপৃষ্ঠের প্রাপ্ত সূর্যালোকের পরিমাণ ও সূর্য রশ্মির আপতন কোণের ভিত্তিতে অক্ষাংশের সাহায্যে পৃথিবীকে প্রধান তিনটি তাপমন্ডলে বিভক্ত করা হয়। সেগুলি হল-

A)উষ্ণমন্ডল-

সংজ্ঞা-পৃথিবীর মাঝ বরাবর 23½° উঃ ও 23½° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমন্ডল বলে।

অবস্থান-উষ্ণমন্ডল 0° থেকে 23½ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। Future Point

বিস্তার-কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত উষ্ণ মন্ডলের বিস্তার প্রায় 5200 কিলোমিটার, যা পৃথিবীপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 39.78%।

বৈশিষ্ট্য-

১)উষ্ণমন্ডলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পতিত হয় বলে উষ্ণতা খুব বেশী হয়।

২) এই অঞ্চলে দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়।

৩) এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা থাকে প্রায় 27°C।

৪) এই অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসর খুবই কম।

৫) এই কোন ঋতু পরিবর্তন হয় না, প্রায় সারা বছরই গ্রীষ্মকাল বিরাজ করে।

B)নাতিশীতোষ্ণ মন্ডল-

সংজ্ঞা-উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃ্ত্ত এবং দক্ষিণী মকরক্রন্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নাতিশীতোষ্ণ মন্ডল বলে।

অবস্থান-নাতিশীতোষ্ণ মন্ডল উভয় গোলার্ধের 23½ উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। Future Point

বিস্তার-উত্তর ও দক্ষিণ উভয় নাতিশীতোষ্ণ মন্ডলের বিস্তার প্রায় 4800 কিমি,যা পৃথিবীপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 52%।

বৈশিষ্ট্য-

১)নাতিশীতোষ্ণ মন্ডলে সূর্যরশ্মির সারাবছর মাঝারি তির্যকভাবে পতিত হয়ে উষ্ণতা মধ্যম হয়।

২)এই অঞ্চলে দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য মধ্যম প্রকৃতির। ।

৩)এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা থাকে প্রায় 0-27°C।

৪)এই অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসর বেশী হয়।

৫)তারতম্য অনুসারে এই অঞ্চল উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডল নাতিশীতোষ্ণ মন্ডল-এই দুই ভাগে বিভক্ত।

C)হিমমন্ডল-

সংজ্ঞা-উত্তরে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু এবং দক্ষিনে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে হিমমন্ডল বলে।

অবস্থান-নাতিশীতোষ্ণ মন্ডল উভয় গোলার্ধের 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের অবস্থিত।

বিস্তার-পৃথিবী পৃষ্ঠের মোট আয়তনের 8.24% অঞ্চল জুড়ে হিমমন্ডল বিস্তৃত।

বৈশিষ্ট্য-

১)হিমমন্ডলে সূর্যরশ্মি সারাবছর তির্যকভাবে পতিত হয় বলে উষ্ণতা খুব কম হয়।

২) এই অঞ্চলের দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি হয়। Future Point

৩)এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা সর্বদা 0° বা হিমাঙ্কের নীচে।

৪)এই অঞ্চলে প্রায় সারাবছর শীতকাল বিরাজ করে।

৫)এই অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে মেরুজ্যোতি দেখা যায়।

Attachments:
Similar questions