History, asked by kalpitsaini138, 1 year ago

মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদ জানাই

Answers

Answered by SoumyadipDewanji
4
এ আবার কি প্রশ্ন হল???
Answered by franktheruler
3

Answer:

মিরাট ষড়যন্ত্র মামলা:

ভারতের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কমিউনিস্ট এর প্রভাব বৃদ্ধি পেলে বিডি সরকার ভীত হয়ে পড়ে। এই অবস্থায় ব্রিটিশ সরকার কমিউনিটি র বিরুদ্ধে কঠোর দমননীতির প্রয়োগ করে। এই দমননীতির প্রকৃষ্ট উদাহরণ হল মিরাট ষড়যন্ত্র মামলা। এই মামলা শুরু হয় 1929 সালে।

1929 থেকে 1933 সাল পর্যন্ত এই মামলা চলতে থাকে। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মামলার গুরুত্ব অস্বীকার করা যায় না।

মামলার পরিণতি:

  • এই মামলার ফলে বিভিন্ন কমিউনিস্ট নেতার দীর্ঘ মেয়াদে কারাদণ্ড হয়।
  • ভারতে কমিউনিস্ট আদর্শের প্রসার রোধ করার জন্য ব্রিটিশ সরকার কঠোর দমননীতির গ্রহণ করে।

সরকার 1934 সালে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করলে এই পার্টির প্রভাব শ্রমিক শ্রেণীর ওপর বেড়ে যায় ।এর ফলে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট আন্দোলনের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

Similar questions