ব্যবসায়ের উৎপত্ত ও ক্রমবিকাশের ধারা।
Answers
Answered by
1
Answer:
ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এর ধারা ছকে প্রদর্শন: মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে দিনে দিনে অর্থনৈতিক কর্মকান্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় কৃষি কাজ, পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য দ্রব্য বিনিময়ের মত র্কমকান্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও মানুষের প্রয়োজন মেটেনি। মানুষের প্রয়োজেন বিভিন্ন সময় ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ অব্যাহত রয়েছে;
Similar questions