Biology, asked by Ra4387998, 3 months ago

নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমন​

Answers

Answered by Anonymous
6

Explanation:

নীল নদ থেকে ভ্যালি অব দ্যা কিং, মিশরের চোখ ধাঁধানো আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো এখন ফাঁকা। সেপ্টেম্বরে উন্মুক্ত করে দেয়ার পর এখানে মাত্র ১২ জনের একটি পর্যটক দল এসেছিলো ঘুরতে। কয়েকজন পর্যটককে আবার শহরে ঘুরে বেড়াতেও দেখা যায়। রহস্যে ঘেরা এই পিরামিডে বছরের পুরোটা সময় অনেক মানুষ ঘিরে থাকে প্রাচীন নিদর্শনের আশেপাশে। অথচ এখন গিজার মহাপিরামিডের সামনে মাত্র কয়েকজন পর্যটক ঘুরে বেড়ায়।

এ খাতের ধস ঠেকাতে জরুরি তহবিল ঘোষণা করেছে মিশর সরকার। নিবন্ধিত ৯ হাজার ট্যুর গাইডকে বছরের শেষ নাগাদ প্রতি মাসে ৩২ ডলার করে অর্থ দেয়া হচ্ছে। ট্যুরিজম ফার্মগুলোর ফি পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেয়া হয়েছে। পর্যটন কেন্দ্র আর হোটেল রেস্টুরেন্টগুলো এখনো কঠোর নিয়মনীতির মধ্যে রয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখনো মিশরকে ভ্রমণের জন্য নিরাপদ ঘোষণা করেনি।

Similar questions