Geography, asked by satyajitmondak, 9 months ago

পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়​

Answers

Answered by baidyashowhadrika
7

Answer:

পাখির পায়ের মতো আকৃতিবিশিষ্ট বদ্বীপকে পক্ষীপদ বদ্বীপ বলে। নদী প্রবাহের দুদিকে পলি সঞ্চিত হয়ে পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে ওঠে।

Answered by Ishaan038
5

Answer:

উৎপত্তি : এক্ষেত্রে অধিক ঢালের কারণে, নদীর গতিবেগ বেশি হলে নদী তার শাখানদীর মাধ্যমে সূক্ষ্ম উপাদানসমূহ বহন করে সমুদ্রের বহুদূর অবধি নিয়ে যায় এবং সমুদ্রজলের ঘনত্বর তুলনায় নদীর জলের ঘনত্ব কম থাকায় নদী। প্রবাহের দুদিকে পলি সঞ্চিত হয়ে পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে ওঠে। 

Similar questions