India Languages, asked by fatemanira80, 7 months ago

উদ্দিপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে?​

Answers

Answered by Stoneheartgirl
19

Explanation:

উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে নিচে ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে উল্লিখিত দীর্ঘস্থায়ী বিভাজন প্রক্রিয়া টি হল মাইটোসিস ।মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপটি পরীক্ষা হলো প্রোফেজ। এ ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো বড় হয় ।এ অবস্থায় নিউক্লিয়াস সবচেয়ে বড় দেখায়। প্রাণী কোষের দুইপাশে দুইটা স্টার রশ্মির আবির্ভাব হয়। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উদ্ভিদের দেহে পাতায় পত্রমূল পত্রমুকুল হয়ে থাকে ।আর প্রাণী কোষে প্রাণীদেহে হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য-প্রস্থ বড় হয় তাই বলা যায় উদ্ভিদের বৃদ্ধিতে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ।

Similar questions