Science, asked by arfinavik11081, 6 months ago

ড্রোন বানাতে কি কি লাগে?​

Answers

Answered by Anonymous
2

Answer:

আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভালো ! এখানে আপনারা যারা ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং উড়তে পারে এমন কিছু বানাতে চান,আমার এই টিউন শুধু মাত্র তাদের জন্যই। অনেক দিন ধরে ভাবছিলাম এই অসাধারণ প্রযুক্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর কিছু বুঝানোর চেস্টা করব। আশা করি এই বিষয়ে আপনারদের কিছু টা হলেও বোঝাতে পারব।

বর্তমানে অন্যান্য সকল দেশের মত আমাদের দেশ ও প্রযুক্তি গত দিক থেকে এগিয়ে যাক সেটাকে আমার মূল লক্ষ্য বস্তু করে আমর এই ছোট্ট প্রচেষ্টা, যার প্রকাশ এই ড্রোন প্রযুক্তি নিয়ে আমার টিউনটি প্রকাশ। চলুন শুরু করি

Similar questions