Geography, asked by namitasardar608, 2 months ago

৪) ভারতের মহাকাশচারী ছিলেন- ক. নীল আর্মস্ট্রং,, রাকেশ শর্মা, গ. ইউরি গ্যাগারিন, ঘ, এডউইন অলড্রিন
৫) সূর্যের নিকটতম গ্রহ হল—ক. শুক্র , খ. পৃথিবী, প.বুধ, ঘ. মঙ্গল।
৬) দিগন্তরেখা দেখতে হয়, আয়তাকার, গােলাকার, গ. সরলরেখাকার, ঘ. ত্রিভূজাকার।
৭) GPS পরিসেবা থাকে যে যন্ত্রে তা হল—ক, রেডিয়াে, খ. টিভি, মােবাইল ফোন , ঘ. দূরদর্শন।
৮) পৃথিবী ভারতের চেয়ে যত গুণ বড়াে, তা হল ক. ৩০, খ. ৪০, গ. ৫০, ঘ. ৬০।
(৯) পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন ক.এরাটোসথেনিস, খ. গ্যালিলিয়াে, গ. পিথাগােরাস, ঘ. অ্যারিস্টটল
(১০) নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরুব্যাস যত কিমি কম, তা হল—ক. ৪০, খ, ৪১, গ.৪২, ঘ. ৪৩।
(খ) অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলি (Very Short Answer Type Questions) :
(অ) শূন্যস্থান পূরণ করাে : (১) পৃথিবীর ওজন হল কোটি টন। (২) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস
কিমি.।(৩) ঃ
ত আকৃতি (৪) দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের তম গ্রহ।(৫) পৃথিবীর অপর নাম গ্রহ।(৬) প্লুটো এক
(৭)পৃথিবীর গড় উষ্ণুতা °সে.।(৮) হল একটি বহিস্থ গ্রহ।(৯) পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ
|(১০) উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে হয়। (১১)
ভারতীয় জ্যোতির্বিদ গােলাকার পৃথিবীর ধারণা দেন।
(আ) সত্য-মিথ্যা’ লেখাে : (১) পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান। (২) সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে। (৩) ?
অঞ্জল ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত। (৪) গ্রিক পণ্ডিত হােমার পৃথিবীর সমতল আকৃতির মত পােষণ করেন। (৫)
য় মেরু অঞলে কিছুটা পিছিয়ে থাকে। (৬) ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গােল বুঝতে পারি। (৭) পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র
হরণ।(৮)পৃথিবীর গড় পরিধি ধরা হয় ৪০,০০০ কিমি.।(৯) তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমা
(ই) বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও : (ঈ) দু-একটি শব্দে উত্তর দাও :​

Answers

Answered by tochandanamandal
0

Explanation:

আর্টেজীয় কূপের গঠন বর্ণনা করো । ৩নম্বর

Similar questions