* মার্কসবাদী ইতিহাসচর্চা বলতে কী বােঝাে ?
Answers
Answered by
0
Answer:-
1)মাকর্সবাদী ইতিহাসচর্চা (Marxist School) বলতে কী বোঝো?
উঃ-আধুনিক ইতিহাসচর্চার যে বিভিন্ন ধারা রয়েছে, তার মধ্যে অন্যতম হল মাকর্সবাদী ইতিহাসচর্চা।
মার্কসবাদী ইতিহাসচর্চা : সাম্যবাদের প্রণেতা কার্ল মার্কস অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের (ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ) ব্যাখ্যা করেন। এই ইতিহাস দর্শনের অনুসারী ঐতিহাসিকেরা মার্কসবাদী ঐতিহাসিক নামে পরিচিত।মানুষ, সমাজ ও উৎপাদন ব্যবস্থার শোষক-শোষিত সম্পর্কের ঘাতপ্রতিঘাতের মাধ্যমে সমাজ আবর্তিত হয়, এগিয়ে চলে। মরিস ডব, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত, বিপানচন্দ্র, সুশোভন সরকার প্রমুখ ছিলেন মার্কসবাদী ঐতিহাসিক।
Please mark me brainlist ok!!!!!!
Similar questions