Geography, asked by 18001220557, 2 months ago

যে গ্রহ তার নিজ অক্ষ র চারিদিকে ঘোরে উত্তর থেকে দক্ষিণে তার নাম ও বৈশিষ্ট্য​

Answers

Answered by aparnasardar9735
0

Answer:

ইউরেনাস তার নিজ অক্ষের চারিদিকে ঘোরে উত্তর থেকে দক্ষিণে ।

বৈশিষ্ট্য :— ১. ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্ৰহ।

২.এটি সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত ।

৩. এই গ্ৰহটি ১৭৮১ সালের ১৩ ই মার্চ আবিষ্কৃত হয় ।

৪. কক্ষপথে এর গতি প্রতি সেকেন্ডে ৬.৮১ কিলোমিটার।

৫. এটি পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয় ।

৬. ইউরেনাসের প্রায় ২৭ টি উপগ্ৰহ রয়েছে ।

৭. ইউরেনাসে ঋতু বদল হয় না ।

৮. এটি বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ । এর মধ্যে আছে মিথেন , অ্যামোনিয়া , হাইড্রোজেন ও সালফাইড ।

৯. এই গ্ৰহে কোনো কঠিন তল নেই ।

১০. পৃথিবীর হিসেবে এখানে প্রায় ৪২ বছর একনাগাড়ে কনকনে শীত থাকে ।

Explanation:

Hope you will benefit

Similar questions