নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করাে।
Answers
Answer:
যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিন গুলো
বড়ো আর রাত ছোট হতে থাকে।অর্থাৎ দিনের আলো অনেকক্ষন পাওয়া যায়। সারাদিন ধরে
সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। অথচ রাত ছোটো হওয়াই তেমন ঠান্ডা হওয়ার সময়
পায়না।দিনের পর দিন এমন হলে গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্য
রশ্মি পড়ে অনেক লম্বা ভাবে।তাই সূর্যের তাপ ও প্রবল হয়।এই সময় উত্তর গোলার্ধে
গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল।
আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে,উত্তর গোলার্ধে তখন
ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে।দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী
বেশিক্ষণ ধরে উতপ্ত হয় না।রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়।এই সময় উত্তর
গোলার্ধে সূর্য রশ্মি বাকা পড়ে,তাই কম উতপ্ত হয়।এই সময় উত্তর গোলার্ধে
শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল।