আমিতো সওদা করিতে আসি না"- কথাটি বুঝিয়ে লেখ
Answers
Answered by
36
Explanation:
আমি তো সওদা করতে আসি না,,কথাটি বুঝিয়ে লেখ
Answered by
4
"আমিতো সওদা করিতে আসি না"- কথাটির অর্থ হল নিম্নরূপ -
প্রশ্নের উদ্ধৃতি :
- এই প্রশ্নটি এবং প্রশ্নে প্রদত্ত উক্তিটি, বাংলা সাহিত্যের চিরস্মরণীয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্প থেকে সংগ্রহ করা হয়েছে।
বক্তব্যের তাৎপর্য :
- উক্ত বক্তব্যটি করেছে কাবুলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত।
- রহমত লেখকের কন্যা মিনি'র মধ্যে নিজের কন্যার আভাস পেয়ে মিনি'কে নিঃস্বার্থভাবেই ভালোবেসে ফেলেছিল। জেল খাটার পরে যখন সে মিনি'র বিয়ের দিন এসে লেখকের বাড়িতে উপস্থিত হয়েছিল তখন সে মিনি'র দেখা না পেয়ে তার বদলে লেখক এর হাতে কিছু পরিমাণ বাদাম কিসমিস আঙুর ইত্যাদি দিয়ে দিয়েছিল মিনি'র প্রতি উপহার হিসেবে।
- লেখক রহমতকে সেইসব জিনিসের দাম দিতে চাওয়ায় রহমত সেই দাম নিতে অস্বীকার করে এবং প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করে লেখকের উদ্দেশ্যে। মিনি'র প্রতি ভালোবাসার উপহার যে তার সওদাগরী সত্ত্বাকে ছাপিয়ে গেছিল তারই নিদর্শন হল উদ্ধৃত উক্তিটি।
অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা প্রশ্নে উদ্ধৃত উক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারলাম।
Similar questions
Physics,
1 month ago
Math,
1 month ago
Physics,
1 month ago
Social Sciences,
2 months ago
Biology,
2 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
10 months ago